লিভারের সমস্যা মেটাতে মহৌষধের খোঁজ মিলল সমুদ্রের তলায়
লিভারের একটি অন্যতম সমস্যা হল ফ্যাটি লিভার। এই ফ্যাটি লিভারের সমস্যা মেটাতে এবার এক মহৌষধের খোঁজ পাওয়া গেল সমুদ্রের তলায়।
লিভারের সমস্যাগুলির মধ্যে ফ্যাটি লিভার এক অন্যতম সমস্যা। অনেকের ছোটবেলা থেকেই ফ্যাটি লিভার থাকে। একটা ফ্যাটি লিভারের সমস্যা হয় মদ্যপানের ফলে। কিন্তু মদ্যপান যাঁরা করেন না বা ছোটদেরও ফ্যাটি লিভারের সমস্যা আছে।
মদ্যপানের ফলে ফ্যাটি লিভার, এমনটা যাঁদের নয় তাঁদের সমস্যা দূর করতে এবার সমুদ্রের তলায় পাওয়া গেল এক মহৌষধের খোঁজ। যাকে সমুদ্রের বিশল্যকরণী বলা যেতেই পারে।
সমুদ্রের জলের তলায় রয়েছে অসংখ্য উদ্ভিদ বা শৈবাল। সমুদ্রের তলায় জন্মায় এগুলি। তারমধ্যেই মিলেছে এই মহৌষধের খোঁজ। সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইন্সটিটিউট এই আবিষ্কারটি করেছে।
১০০ শতাংশ প্রাকৃতিক এই ওষুধ দিয়ে ফ্যাটি লিভার সারানোর চেষ্টা পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত। তবে এটাই প্রথম চমক নয়। ভারতের সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইন্সটিটিউট এর আগেও একের পর এক ওষুধের সন্ধান দিয়েছে। সবই মিলেছে সমুদ্রের তলার উদ্ভিদ বা শৈবাল থেকেই। যা দিয়ে নানা রোগের ওষুধ সামনে এসেছে।
এখনকার জীবনে লাইফ স্টাইল ডিজিজ শারীরিক সমস্যায় নতুন সংযোজন। লাইফ স্টাইল ডিজিজের মধ্যে রয়েছে রক্তচাপ, টাইপ ২ ডায়াবেটিস, বাত, কোলেস্টেরলের মত নানা সমস্যা।
এমনই সব সমস্যার ৮টি ওষুধ এর আগে সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইন্সটিটিউট সমুদ্রের উদ্ভিদ বা শৈবাল থেকে তৈরি করে ফেলেছে। এবার ফ্যাটি লিভারের ওষুধের খোঁজ দিয়ে তাদের তালিকাকে আরও দীর্ঘ করল এই প্রতিষ্ঠান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা