আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও এবং এমডি ছন্দা কোছরকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠাতে চলেছে ইডি ও সিবিআই। সংবাদ সংস্থা আইএএনএস জানাচ্ছে, শুধু ছন্দা কোছর বলেই নন, তাঁর স্বামী দীপক কোছর ও শিল্পপতি ভিএন ধুত-কেও সমন পাঠাতে চলেছে ইডি, সিবিআই। ভিডিওকন সংস্থা ও আইসিআইসিআই ব্যাঙ্কের মধ্যে ৩ হাজার ২৫০ কোটি টাকা ঋণের মামলায় এই জিজ্ঞাসাবাদ করা হবে।
গত ২৪ জানুয়ারি এই মামলা সংক্রান্ত বেশ কিছু নথি মহারাষ্ট্রের ৪টি জায়গায় হানা দিয়ে হাতে পায় সিবিআই। সেসব নথি ঠিক করে পরীক্ষা করার পরই এঁদের সমন করা হবে বলে সূত্র মারফত খবর পেয়েছে আইএএনএস। সিবিআই সম্ভবত প্রথমে দীপক কোছর ও ভিএন ধুত-কে তলব করবে। কারণ এঁরা ২ জনেই আইসিআইসিআই থেকে ঋণ নেওয়ার সুবিধা ভোগ করেন।
এদিকে ছন্দা কোছরের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করেছে সিবিআই। যদিও সিবিআই সূত্র সংবাদ সংস্থাকে জানিয়েছে, এটা নেহাতই রুটিন পদ্ধতি। যাতে কোনও আর্থিক দুর্নীতিতে অভিযুক্তের গতিবিধির ওপর নজর রাখা যায় সেজন্যই এই লুকআউট সার্কুলার জারি করা হয়।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)