আর্থিক দুর্নীতি মামলায় আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও এবং এমডি ছন্দা কোছর, তাঁর স্বামী দীপক কোছর ও ভিডিওকনের মালিক বেনুগোপাল ধুত-কে জিজ্ঞাসাবাদ শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সংবাদ সংস্থা জানাচ্ছে, বেনুগোপালের ভিডিওকনকে আইসিআইসিআই ব্যাঙ্ক ১ হাজার ৮৭৫ কোটি টাকা ঋণ দেয়। এই ঋণ দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ওঠে।
সেই আর্থিক দুর্নীতির তদন্তে নেমে গত ২৪ জানুয়ারি এই মামলা সংক্রান্ত বেশ কিছু নথি মহারাষ্ট্রের ৪টি জায়গায় হানা দিয়ে হাতে পায় সিবিআই। সেসব নথি ঠিক করে পরীক্ষা করার পর আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও এবং এমডি ছন্দা কোছর, তাঁর স্বামী দীপক কোছর ও ভিডিওকনের মালিক বেনুগোপাল ধুত-কে সমন করা হয়। সেই সমন হাতে পাওয়ার পর শনিবার থেকে শুরু হল তাঁদের জিজ্ঞাসাবাদ।
এদিকে আগেই ছন্দা কোছরের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করে সিবিআই। যদিও সিবিআই সূত্র সংবাদ সংস্থাকে জানায়, সেটা ছিল নেহাতই রুটিন পদ্ধতি। যাতে কোনও আর্থিক দুর্নীতিতে অভিযুক্তের গতিবিধির ওপর নজর রাখা যায় সেজন্যই এই লুকআউট সার্কুলার জারি করা হয়।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)