সবকিছু ঠিকঠাক এগিয়েও শেষ মুহুর্তে চাঁদের বুকে নামার ঠিক আগেই ল্যান্ডার বিক্রমের সঙ্গে সব সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইসরোর। তারপর থেকে শত চেষ্টা করেও আর বিক্রমের সঙ্গে সংযোগ স্থাপন সম্ভব হয়নি। এই নিয়ে পাকিস্তানের বহু নাগরিক সোশ্যাল সাইটে ঠাট্টাতামাসা শুরু করেছিলেন। কিন্তু শনিবার তার যোগ্য জবাব পেলেন তাঁরা। নেটিজেনদের প্রতিবাদ, গর্জন, হুঁশিয়ারি, পরামর্শ সবই আছড়ে পড়তে থাকে। কার্যত পাক নাগরিকদের মুখে নেটিজেনরাই কুলুপ এঁটে দেন।
কোনও নেটিজেন সোশ্যাল সাইটে জানিয়েছেন, পাক নাগরিকদের মনে রাখা উচিত ভারত চাইলে এমন ১০০টা অভিযান করতে পারে। কেউ বলেছেন নাসাও ব্যর্থ হয়েছে। এমন ব্যর্থতা সাফল্যের দিশারি হয়। একটা ব্যর্থতা দিয়ে ইসরোকে মাপতে এসো না। কেউ আবার লিখেছেন, প্রিয় পাকিস্তানিরা, এটা ভারতের বড় সাফল্য। কারণ কেউ আজ পর্যন্ত চাঁদের যে অংশে নামতে যায়নি ভারত সেখানে প্রথম নামার চেষ্টা চালাল। কেউ আবার বলেছেন, মানববোমা হওয়ার উৎসাহের চেয়ে বিজ্ঞানের প্রতি উৎসাহ দেখালে কাজে লাগবে।
ইসরোর বিক্রমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হলেও গোটা দেশ ইসরোর পাশে দাঁড়িয়েছে। আর তা সোশ্যাল সাইট দেখলেই পরিস্কার। সকলেই ইসরোর তারিফ করেছেন। এমনকি অমিতাভ বচ্চন, শাহরুখ খান, কমল হাসান সহ অনেকেই ইসরোকে অভিনন্দন জানিয়েছেন চাঁদে নামার এই প্রচেষ্টার জন্য। সকলেই কিন্তু ইসরোর এই প্রচেষ্টাকে কুর্নিশ জানাচ্ছেন। এই সাহস দেখানোর জন্য ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানাচ্ছেন। সেখানে পাক নাগরিকদের একটা অংশ বিক্রমের সংযোগ বিচ্ছিন্ন হওয়া নিয়ে কটাক্ষ করতে উঠে পড়ে লেগেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা