এতদিন পৃথিবীর চারধারে চক্কর দিয়েছে চন্দ্রযান-২। ক্রমশ পৃথিবীর সঙ্গে দূরত্ব বাড়িয়েছে। কাছে পৌঁছেছে চাঁদের। এবার একদম হিসাব মিলিয়ে পূর্ব নির্ধারিত দিন ও সময়ে চাঁদের কক্ষে ঢুকে পড়ল ভারতের চন্দ্রযান। মঙ্গলবার ২০ অগাস্ট সকাল ৯টা ২ মিনিটে সাফল্যের সঙ্গে চাঁদের কক্ষে ঢুকে পড়ে যানটি। পৃথিবীর কক্ষ ছেড়ে চাঁদের কক্ষে প্রবেশ করতে যানটির সময় লেগেছে ১ হাজার ৭৩৮ সেকেন্ড বা ২৮ মিনিট ৫৭ সেকেন্ড। এবার চাঁদের কক্ষে ঘুরতে ঘুরতে চাঁদের সঙ্গে দূরত্ব কমাবে যানটি। অবশেষে আগামী ৭ সেপ্টেম্বর যানটি চাঁদের মাটিতে পা দেবে।
৭ সেপ্টেম্বর যে ল্যান্ডারটি চাঁদের মাটি ছোঁবে সেটির নাম বিক্রম। ১ হাজার ৪৭১ কেজি ওজনের বিক্রম প্রথমে চাঁদের মাটিতে অবতরণ করবে। সেটাই হবে ভারতের প্রথম চাঁদের মাটি ছোঁয়ার ঐতিহাসিক মুহুর্ত। তারপর বিক্রম থেকে বেরিয়ে আসবে রোভার প্রজ্ঞান। ২৭ কেজি ওজনের প্রজ্ঞান ঘুরবে চাঁদের মাটিতে। যোগাড় করবে প্রয়োজনীয় তথ্য। চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখতে চলেছে বিক্রম। যেখানে আগে কখনও কোনও যান অবতরণ করেনি। এখানে রয়েছে অনেকগুলি বিশাল বিশাল গর্ত। তার তলার অংশ গাঢ় অন্ধকারে ঢাকা। যেখানে গত ১০০ মিলিয়ন বছরে সূর্যের আলো পৌঁছয়নি।
বিজ্ঞানীরা মনে করছে সেখানেই রয়েছে প্রচুর জলের উৎস। চাঁদের মাটিতে আগেই নানা ধরণের খনিজ পাওয়া গিয়েছে। আরও কী খনিজ সেখানে রয়েছে বা বলা ভাল দক্ষিণ মেরুতে রয়েছে তা খতিয়ে দেখবে ভারতের এই স্বপ্নের চন্দ্রযান-২ অভিযান। দেখবে দক্ষিণ মেরুর আবহাওয়া কেমন। তবে তার আগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন ৭ সেপ্টেম্বর বিক্রমকে সাফল্যের সঙ্গে চাঁদের মাটিতে নামানো।
গত ২২ জুলাই ভারত থেকে বাহুবলী রকেটে চেপে চাঁদের উদ্দেশে পাড়ি দেয় চন্দ্রযান-২। মঙ্গলবার ইসরোর তরফে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেওয়া হয়েছে ভারতের চন্দ্রযান-২ সাফল্যের সঙ্গে চাঁদের কক্ষে ঢুকে পড়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা