চাঁদের কক্ষে চন্দ্রযান-২ মহাকাশযান ঢুকে পড়েছে গত ২০ অগাস্ট। এবার চাঁদের চারধারে কক্ষ ধরে চক্কর কাটতে কাটতে তা ক্রমশ চন্দ্র পৃষ্ঠের সঙ্গে দূরত্ব কমাচ্ছে। অবশেষে আগামী ৭ সেপ্টেম্বর সেটি চাঁদের মাটিতে পা রাখার কথা। তার আগে চাঁদের কক্ষে প্রবেশ করেই ভেল্কি দেখাতে শুরু করল তার অত্যাধুনিক ক্যামেরা। ২০ অগাস্ট চাঁদের কক্ষে প্রবেশ করার পর ২১ অগাস্ট চন্দ্রযান-২ চাঁদের প্রথম ছবি তোলে। সেটি এবার প্রকাশ্যে আনল ইসরো।
যখন ছবিটি তোলা হয় তখন চন্দ্রযান-২ চাঁদের পৃষ্ঠ থেকে ২ হাজার ৬৫০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। খুব বিশাল দূরত্ব নয়। সেই দূরত্ব থেকে যে ছবি যানটি থেকে তোলা হয়েছে তাতে চাঁদের পৃষ্ঠ যথেষ্ট পরিস্কার। ধূসর রঙের দেখাচ্ছে চাঁদকে। গায়ে স্পষ্ট অতিকায় গর্তগুলি। অ্যাপোলো ক্রেটারটি একদম পরিস্কার।
ইসরো তার ওয়েবসাইটে চন্দ্রযান-২ থেকে তোলা প্রথম চাঁদের ছবি তুলে দিয়েছে। ফলে যে কেউ সেটি দেখতে পারেন। বহু মানুষ ইসরোর সাইটে ঢুকে চাঁদের এই বিরল ছবি প্রত্যক্ষও করেছেন। এতো সবে শুরু। চাঁদের যত কাছে যানটি পৌঁছবে ততই চাঁদের ছবি আরও স্পষ্ট হবে সকলের কাছে। যা পড়ুয়া তো বটেই, সাধারণ মানুষের জন্যও এক বিস্ময় নিয়ে হাজির হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা