চাঁদে পা দেওয়ার সময় আর হাতে গোনা দিনের অপেক্ষা। চাঁদের শেষ কক্ষে রবিবার পৌঁছে গেল চন্দ্রযান-২। শেষ ধাপটিতে রবিবার সন্ধে ৬টা ২১ মিনিটে শেষ কক্ষে পৌঁছনোর কাজ শুরু করে যানটি। ৫০ সেকেন্ডের মধ্যে তা সফলও হয়। ফলে চাঁদের যতটা কাছে চন্দ্রযান-২ যানটির পৌঁছনোর ছিল, সেখানে পৌঁছে গেল সেটি। এবার বাকি রইল বিক্রম আলাদা হওয়া। সোমবার বিক্রম অর্থাৎ ল্যান্ডারটি যান থেক আলাদা হয়ে যাবে। এই বিক্রমই নামবে চাঁদের মাটিতে।
২ সেপ্টেম্বর বিক্রম যান থেকে আলাদা হওয়াটা একটা বড় চ্যালেঞ্জ। সেটি সফল হলে তারপর ২ দিন প্রয়োজনীয় পাক খাবে বিক্রম। তারপর চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করার তোরজোড় করবে। যা সংঘটিত হওয়ার কথা ৭ সেপ্টেম্বর ভারতীয় সময় রাত দেড়টা থেকে আড়াইটের মধ্যে। চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখবে ভারতের ল্যান্ডার বিক্রম। তারপর তার মধ্যে থেকে বেরিয়ে আসবে রোভার প্রজ্ঞান। যা চাঁদের মাটিতে প্রয়োজনীয় গবেষণা চালাবে।
চাঁদের যে অংশে বিক্রম পা রাখতে চলেছে সেখানে আগে কখনও কোনও দেশ যান পাঠাতে পারেনি। সব যানই নেমেছে উত্তর মেরুতে। দক্ষিণ মেরুতে এই প্রথম কোনও যান অবতরণ করতে চলেছে। মাত্র ৯৭৮ কোটি টাকা খরচ করে তৈরি চন্দ্রযান-২ যানটি বাহুবলী মহাকাশযানে চাঁদে পাড়ি জমায় গত ২২ জুলাই। ভারতের এই যান চাঁদে অবতরণ করে ঠিকঠাক কাজ শুরু করলে তা হবে বিশ্বের জন্য এক নয়া ইতিহাস। চাঁদের সম্বন্ধে ধারণাও বদলে যেতে পারে ভারতের এই গবেষণায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা