চাঁদের মাটিতে বিপদের মুখে পড়ল রোভার প্রজ্ঞান, তারপর কি হল জানাল ইসরো
চাঁদের মাটিতে সবে ঘোরা শুরু করেছে রোভার প্রজ্ঞান। সেখানে ঘুরতে গিয়ে বিপদের সামনে পড়ল সে। তারপর কি হল জানাল ইসরো।
চাঁদের মাটিতে ভারতের পদার্পণের পর এবার রোভার প্রজ্ঞান ল্যান্ডার বিক্রমের পেট থেকে বেরিয়ে চাঁদের মাটিতে ঘোরা শুরু করেছে। সেই মাটি যেখানে এই প্রথম পা পড়ল কোনও যন্ত্রের। চাঁদের দক্ষিণ মেরুতে এখনও কোনও দেশ তাদের যান নামাতে পারেনি। ভারতই প্রথম।
তাই সেখানকার চারধার অজানা। সেই অজানা জায়গায় ঘুরছে প্রজ্ঞান। ফলে সামনে কি বিপদ আসতে পারে তাও অজানা। বিপদের মুখেও তাই পড়তেই হচ্ছে।
গত ২৭ অগাস্ট এমনই এক বিপদের মুখে পড়ে গেল প্রজ্ঞান। যেতে যেতে আচমকাই সে বুঝতে পারে যে তার সামনেই একটি ক্রেটার রয়েছে। ৪ মিটার ব্যাসের এই ক্রেটার রীতিমত গভীর।
তাই তার মধ্যে পড়ে গেলে প্রজ্ঞানের বিপদ হতে পারত। কিন্তু ক্রেটারটির ৩ মিটার দূরে পৌঁছতেই প্রজ্ঞানের সেন্সর বুঝতে পারে যে সামনে বিপদ রয়েছে। তাই সে সেখানে সিদ্ধান্তও নিয়ে নেয়।
যে পথে সে যাচ্ছিল সেই পথ পরিবর্তন করে প্রজ্ঞান। ঘুর পথ নেয়। সেই অন্য পথে গড়াতে থাকে প্রজ্ঞানের চাকা। নিজেই সেই সিদ্ধান্ত সে নিয়ে নেয়। এভাবেই বিপদ এড়িয়ে তাকে ঘুরতে হবে চাঁদের গায়ে।
পদে পদে বিপদ, খানাখন্দ। যা এড়িয়েই তাকে তথ্য সংগ্রহ করে যেতে হবে। এটাই তার কাজ। আর তা যে সে সাফল্যের সঙ্গেই করে যেতে পারবে তা বাধা বিঘ্ন নিজেই বুঝে প্রজ্ঞানের এড়িয়ে যাওয়া থেকে স্পষ্ট ইসরোর বিজ্ঞানীদের কাছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা