চাঁদের মাটিতে এসবও রয়েছে, প্রজ্ঞান কি কি পেল জানাল ইসরো
চাঁদের মাটিতে ভারতের পথচলা শুরু হয়েছে সবে। এর মধ্যেই রোভার প্রজ্ঞান অনেক কিছু পেয়েছে চাঁদের মাটিতে। কি কি পেয়েছে তা জানাল ইসরো।
চাঁদের মাটিতে ভারতের রোভার প্রজ্ঞান খানাখন্দ নিজেই এড়িয়ে ঘুরে বেড়াচ্ছে। চাঁদের দক্ষিণ মেরুতে এই প্রথম কোনও দেশ পৌঁছতে পারল। তাই এখানকার মাটি এই প্রথম কোনও যন্ত্রের ছোঁয়া পেল। প্রজ্ঞান কিন্তু কেবল ঘুরেই বেড়াচ্ছে না, পরীক্ষাও পুরোদমে চালু করে দিয়েছে। আর তার ফলও এর মধ্যেই হাতে গরম পেয়ে চলেছেন ইসরোর বিজ্ঞানীরা।
চাঁদের দক্ষিণ মেরুতে ইতিমধ্যেই অক্সিজেনের খোঁজ পেয়েছে প্রজ্ঞান। অক্সিজেন ছাড়াও সেখানে টাইটানিয়াম ও অ্যালুমিনিয়ামের খোঁজ পেয়েছে সে। আর পেয়েছে সালফারের খোঁজ।
চাঁদের মাটিতে এগুলি দিব্যি অবস্থান করছে। এছাড়াও পাওয়া গেছে আয়রন, ক্যালসিয়াম ও ক্রোমিয়ামের অস্তিত্ব। তবে চাঁদের এই অংশে হাইড্রোজেন রয়েছে কিনা তা এখনও জানতে পারেনি রোভার। জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
চাঁদের মাটিতে হাইড্রোজেন পাওয়া যায় কিনা এর উত্তর জানতে ইসরোর বিজ্ঞানীরাও মুখিয়ে আছেন। তবে এই কদিনের মধ্যেই যেভাবে চাঁদের দক্ষিণ মেরু সম্বন্ধে ধারনা দিতে শুরু করেছে প্রজ্ঞান তাতে ভারত তো বটেই, বিশ্বের মহাকাশ বিজ্ঞান চর্চাও বিশেষভাবে উপকৃত হবে।
যেগুলির অস্তিত্ব চাঁদের দক্ষিণ মেরুতে পাওয়া গিয়েছে তা খুঁজে বার করেছে লেজার ইনডিউসড ব্রেকডাউন স্পেকট্রোস্কোপি নামে একটি যন্ত্র। যা রোভারে রয়েছে।
এটি একটি লেজার পালস মাটি বা পাথরের ওপর ফেলে সেখানে এক ধরনের উত্তাপ তৈরি করে। স্থানীয়ভাবে প্লাজমাও তৈরি করে। এরপর সেই প্লাজমা রশ্মি খুঁজে দেয় ওই মাটি বা পাথরের মধ্যে লুকিয়ে থাকা উপাদান। আগামী দিনে আরও কি চমক নিয়ে প্রজ্ঞান তথ্য পাঠায় সেদিকেই চেয়ে আছেন বিজ্ঞানীরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা