ল্যান্ডার বিক্রমের ঋণ শোধ করল রোভার প্রজ্ঞান
ল্যান্ডার বিক্রম নিজের পেটে করে রোভার প্রজ্ঞানকে চাঁদে নামিয়েছে। তারপর ছেড়ে দিয়েছে চাঁদের মাটিতে। এবার পাল্টা বিক্রমের ঋণ শোধ করল প্রজ্ঞান।
গত ২৩ অগাস্ট দিনটা ভারতের ইতিহাসে এক সোনায় লেখা অধ্যায় হয়ে থেকে যাবে। যেদিন ভারত প্রথম পা রাখল পৃথিবীর বাইরের কোনও জমিতে। ভারত পৌঁছে গেল চাঁদে। চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম কোনও দেশ হিসাবে পা রাখল ভারতের ল্যান্ডার বিক্রম।
এই সাফল্যকে অভিনন্দন দেওয়ার কোনও ভাষাই যথেষ্ট নয়। বিক্রম চাঁদের মাটিতে নামার পর বিক্রমের গায়ে লাগানো ক্যামেরা ছবি পাঠিয়েছে চাঁদের মাটির।
ছবি পাঠিয়েছে কীভাবে তার পেট থেকে বেরিয়ে রোভার প্রজ্ঞান গড়িয়ে নেমে গেল চাঁদের মাটিতে। কীভাবে প্রজ্ঞান চাঁদের মাটিতে গড়িয়ে এগিয়ে গেল বেশ কিছুটা পথ। এসব ছবি গোটা দেশ অবাক চোখে চেয়ে দেখেছে। দেখেছে গোটা বিশ্ব।
প্রজ্ঞান যে চাঁদের মাটি প্রথম স্পর্শ করল তার ছবি বিক্রমই পাঠিয়েছে। এখন প্রজ্ঞান চাঁদের মাটিতে ঘুরছে। অনেক তথ্য সংগ্রহ করছে। এখন তারই সব গুরুত্ব। বিক্রম দাঁড়িয়ে আছে চাঁদের মাটিতে।
প্রজ্ঞান এখন বিক্রমের থেকে অনেকটা দূরে গড়িয়ে গেছে। আর সেখান থেকে এবার সে চাঁদের মাটিতে দাঁড়িয়ে থাকা বিক্রমের ছবি তুলে পাঠিয়ে দিল ইসরোতে। এর আগে বিক্রমকে চাঁদের মাটিতে দাঁড়িয়ে থাকতে দেখেননি কেউ। এবার প্রজ্ঞানের হাত ধরে সেটাও দেখা গেল।
বিক্রম প্রজ্ঞানের চাঁদের মাটিতে গড়ানোর ছবি পাঠিয়েছিল। এবার পাল্টা বিক্রমের সেই ঋণ শোধ করে প্রজ্ঞানও বিক্রমের চাঁদে দাঁড়িয়ে থাকার প্রথম ছবি পাঠাল। যা সে তুলল তার গায়ে লাগানো ন্যাভিগেশন ক্যামেরা দিয়ে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
OSM.