চাঁদের মাটিতে ব্যাঙের মত লাফ দিল ল্যান্ডার বিক্রম
তার কাজ ছিল চাঁদের মাটিতে পেটে রোভার প্রজ্ঞানকে নিয়ে ঠিকঠাক নামা। সেটা সে করেছিল। তারপর সেখানেই দাঁড়িয়েছিল। এবার সে একটা লম্বা লাফ দিল।
চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং কি করতে পারবে ল্যান্ডার বিক্রম? এটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন। যে পরীক্ষায় বিক্রম সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে ভারতের মুখ গোটা বিশ্বে উজ্জ্বল করেছে। বিক্রমের পেটে ছিল রোভার প্রজ্ঞান। যে চাঁদে নামার পর এখন চাঁদের মাটিতে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করছে। গবেষণা করছে।
বিক্রম তার কাজ সম্পূর্ণ করেছে। সে চাঁদের মাটিতে দাঁড়িয়ে ছিল ২৩ অগাস্ট থেকে। হঠাৎ সে একটা লাফ দিয়েছে চাঁদে। ৪০ সেন্টিমিটার উঁচুতে লাফ দিয়ে ৩০ থেকে ৪০ সেন্টিমিটার দূরে গিয়ে ফের সফট ল্যান্ডিং করেছে।
একবার চাঁদের মাটিতে নামাটাই ছিল বড় চ্যালেঞ্জ। এদিন লাফ দিয়ে ফের চাঁদের মাটিতে ঠিকঠাক দাঁড়িয়ে পড়াটা আবার একটা চ্যালেঞ্জ ছিল। যে পরীক্ষাতেও সে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।
ইসরো জানিয়েছে, এই লাফটার দরকার ছিল। তারা বিক্রমের ইঞ্জিন চালু করে দেওয়ার পর তা একদম সঠিকভাবে কাজ করেছে। লাফ দিয়েছে চাঁদের মাটিতে। আগামী দিনে চাঁদে নমুনা সংগ্রহ করে ফের পৃথিবীতে ফিরে আসার পরীক্ষা ছিল এটা।
সেই সঙ্গে আগামী দিনে চাঁদে মানুষ পাঠানোর আগে এ ধরনের পরীক্ষায় ল্যান্ডারের সাফল্য অত্যন্ত জরুরি বলে মনে করছেন বিজ্ঞানীরা। এভাবে তাঁরা চাঁদ থেকে ফেরত আসাটা এবার নিশ্চিত করতে চাইছেন।
এদিকে এই লাফের ফলে বিক্রম ২৩ অগাস্ট চাঁদের যেখানে নেমেছিল সেখানে আর রইল না। সেখান থেকে লাফ দিয়ে ৩০ থেকে ৪০ সেন্টিমিটার দূরে আপাতত দাঁড়িয়েছে সে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা