চাঁদে ফের নামল রাত, বিক্রম প্রজ্ঞানের ঘুম কবে ভাঙবে
চাঁদে ভারতের পা রাখা বিশ্বকে চমকে দিয়েছে। তবে চাঁদে রাত নামার পর তারা ঘুমিয়ে পড়েছিল। আশা ছিল সূর্য উঠলে তারাও জাগবে।
চাঁদে ভারত শুধু পা রেখেছে এমন নয়, তারা এমন এক জায়গায় পা রেখেছে যেখানে এর আগে কোনও দেশ পৌঁছতে পারেনি। চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের চন্দ্রযান-৩-এর সফল পদার্পণ দেশের মানুষকে গর্বিত করে। চাঁদে সফল অবতরণের পর বিক্রমের পেট থেকে বেরিয়ে আসে রোভার প্রজ্ঞান। সে ১০০ মিটারের বেশি পথও অতিক্রম করে চাঁদে। বিক্রম একটা লাফও দেয় চাঁদের মাটিতে।
কিন্তু তারপরই চাঁদে রাত নামে। গত ২ সেপ্টেম্বর প্রজ্ঞান প্রথমে ঘুমিয়ে পড়ে। তার ২ দিন পর বিক্রমও ঘুমের দেশে চলে যায়। চাঁদে রাত ১৪ দিনের।
ইসরোর বিজ্ঞানীরা অপেক্ষায় ছিলেন ১৪ দিন কাটার। তারপর সূর্য উঠলে চাঁদের মাটিতে ঘুমিয়ে থাকা বিক্রম ও প্রজ্ঞানের সোলার প্যানেলগুলি নতুন করে চার্জ পাবে। আর তাহলেই জেগে উঠবে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান।
গত ২০ সেপ্টেম্বরের পর যে কোনও সময় তারা জেগে উঠবে বলে মনে করছিলেন বিজ্ঞানীরা। সেইমত ২০ সেপ্টেম্বরের পর ইসরোর বিজ্ঞানীরা অতন্দ্র চোখে তাকিয়ে ছিলেন চাঁদের মাটিতে তাঁদের ২ প্রতিনিধির কাছ থেকে সিগনাল পাওয়ার আশায়।
কিন্তু দিন কাটতে থাকে। চাঁদে ১৪ দিনের সকাল শেষ হতে যায়। কিন্তু বিক্রম প্রজ্ঞানের ঘুম ভাঙে না। এভাবে চাঁদে ফের সন্ধে নেমেছে।
রাতে চাঁদের ওই অংশে ঠান্ডা পৌঁছয় কমপক্ষে মাইনাস ১৮০ ডিগ্রি সেলসিয়াসে। সেই ঠান্ডায় এখনও ঘুমিয়ে বিক্রম প্রজ্ঞান। ফলে তারা যে আর কখনও জেগে উঠবে এমন আশা বড় একটা আর রাখছেন না বিজ্ঞানীরা।
যদিও ১৪ দিন পর ফের সকাল হবে। তখন যদি কোনও সিগনাল মেলে সেই আশায় অপেক্ষা ছাড়া এখন আর কিছুই করার নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা