আর বেশি দূরে নয়, পৌঁছনোর আগেই কামাল দেখাল চন্দ্রযান-৩
চাঁদ আর খুব দূরে নয়, এমন সময় চমক দিল চন্দ্রযান-৩। যা দেখে চোখ ফেরাতে পারছেন না ইসরো-র বিজ্ঞানীরা। এক্সে চন্দ্রযান-৩-এর সেই চমক বিশ্বকে দেখাল ইসরো।
চাঁদের খুব কাছে পৌঁছে গেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র পাঠানো যান চন্দ্রযান-৩। আর বেশি দূর নয় চরকা বুড়ির মাটি। গতবার সেই চাঁদের মাটি ছুঁতে ছুঁতেও ছুঁতে পারেনি চন্দ্রযান-২।
এবার কিন্তু আরও সতর্ক ইসরো। এবার চাঁদে ভারতের পা রাখা সময়ের অপেক্ষা। কিন্তু তার আগেই চন্দ্রযান-৩ তার খেল দেখানো শুরু করে দিল।
চন্দ্রযান এখন চাঁদের কক্ষে ঘুরপাক খাচ্ছে। এভাবেই ক্রমশ পাক খেতে খেতে চাঁদের দিকে এগিয়ে যাচ্ছে সে। আগামী ২৩ অগাস্ট তার চাঁদে পৌঁছে যাওয়ার কথা। তাই হাতে আর বেশি দিন নেই। ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে ভারত।
পৌঁছনোর আগে এখন চাঁদকে খুব কাছ থেকে দেখতে পাচ্ছে চন্দ্রযান-৩। ফলে চাঁদের গায়ের খুঁটিনাটিও তার নজর এড়াচ্ছে না। তা ইসরোকে দেখানোর জন্য ল্যান্ডার বিক্রমের গায়ে লাগানো ক্যামেরা টপাটপ ছবি তুলে চলেছে। সেই ছবি চলে আসছে ইসরোর কাছে।
দুচোখ ভরে চাঁদের ছোট্ট ছোট্ট ফাঁকও দেখতে পাচ্ছেন বিজ্ঞানীরা। তেমনই একটি ছবি ইসরো ভাগ করে নিয়েছে সকলের সঙ্গে। প্রাক্তন ট্যুইটার অর্থাৎ বর্তমান এক্স-এ সেই ছবি ভাগ করেছে ইসরো।
চাঁদের মাটিকে কাছ থেকে দেখার সুযোগ এই সুযোগে পেয়ে গেলেন সকলেই। প্রসঙ্গত গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চাঁদে পাড়ি দিয়েছিল চন্দ্রযান-৩।