কবে কোথায় কখন সরাসরি দেখা যাবে চন্দ্রযানের চাঁদে পা, জেনে রাখুন খুঁটিনাটি
চাঁদের মাটিতে পা রাখতে চলেছে চন্দ্রযান-৩। কবে কখন এই বিরল ইতিহাস বাস্তবায়িত হতে চলেছে? ঠিক কটায় সেই মাহেন্দ্রক্ষণ? জেনে রাখুন খুঁটিনাটি তথ্য।
গত ১৪ জুলাই ভারতের মাটি থেকে চাঁদের দিকে রওনা দিয়েছিল চন্দ্রযান-৩। চাঁদে পৌঁছনোর পথে পৃথিবীর কক্ষ ত্যাগ ও চাঁদের কক্ষে ঢুকে পড়ার মুহুর্তটা ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যা সহজেই করে ফেলে চন্দ্রযান। তারপর ছিল মূল যান থেকে চাঁদে যেটি পা রাখবে লেই ল্যান্ডার বিক্রমের আলাদা হওয়া। সেটাও সাফল্যের সঙ্গেই সম্পূর্ণ হয়।
এবার চাঁদের দিকে প্রতি মুহুর্তে এগিয়ে চলেছে ল্যান্ডার বিক্রম। যা আগামী ২৩ অগাস্ট চাঁদের মাটিতে পা রাখবে। চন্দ্রযান-২-এর ক্ষেত্রে ল্যান্ডার চাঁদের মাটির খুব কাছে পৌঁছে শেষ মুহুর্তে ভেঙে পড়েছিল। এবার সব দিক সামলেই ইসরোর বিজ্ঞানীরা তৈরি।
আমেরিকা, রাশিয়া ও চিনের পর ভারতই চতুর্থ দেশ হতে চলেছে যারা চাঁদের মাটিতে পা দেবে। সেই বিরল মুহুর্ত, দেশের মানুষের জন্য গর্বের মুহুর্ত আর কিছুটা সময়ের অপেক্ষা। ইসরো তাদের এক্স হ্যান্ডলে কবে কোথায় কখন সরাসরি সাধারণ মানুষ এই বিরলতম মুহুর্তের সাক্ষী হতে পারবেন তা জানিয়ে দিয়েছে।
আগামী ২৩ অগাস্ট ভারতীয় সময় সন্ধে ৬টা ৪ মিনিটে চাঁদের মাটি ছোঁবে ভারতের ল্যান্ডার বিক্রম। যা সরাসরি সাধারণ মানুষ দেখতে পারবেন ডিডি ন্যাশনাল চ্যানেলে।
এছাড়া ইসরোর ওয়েবসাইট আইএসআরও ডট গভ ডট ইন-এ ঢুকেও সরাসরি এই দৃশ্য দেখা যেতে পারে। ফেসবুক মারফতও দেখা যাবে। যেতে হবে ফেসবুক ডট কম স্ল্যাশ ইসরো-তে।
ফলে বাড়িতে থাকলে টিভির পর্দায় আর বাইরে থাকলে ইন্টারনেটের মাধ্যমে যে কেউ যে কোনও স্থান থেকে এই বিরল দৃশ্যের সাক্ষী হতে পারবেন। সাক্ষী হতে পারবেন ভারতের আরও নতুন জয়যাত্রার।