মাইকেল জ্যাকসনের কথা মনে করিয়ে দিল ভারতের রোভার
ভারতের রোভার প্রজ্ঞান এখন চাঁদের মাটিতে ঘুরছে। যা কার্যত মাইকেল জ্যাকসনের কথা মনে করিয়ে দিল অনেককে। মাইকেল জ্যাকসনের বিখ্যাত এক নৃত্যশৈলী মনে করাচ্ছে রোভার।
চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রমের পদার্পণ সারা বিশ্বে ভারতের মাথা উঁচু করে দিয়েছে। বিক্রম চাঁদের মাটি ছোঁয়ার পরই গোটা দেশ আনন্দে মেতে ওঠে। এ এক গর্বের সাফল্য। বিক্রমের চাঁদের মাটিতে নামার পরও কিন্তু আরও এক গুরুত্বপূর্ণ অধ্যায় বাকি ছিল। যা ছিল বিক্রমের পেটে থাকা প্রজ্ঞান রোভারের চাঁদের মাটিতে সফলভাবে নামা এবং সেখানে ঘোরা।
যদিও সেটা সাময়িকভাবে সাধারণ মানুষের মন থেকে মুছে গিয়েছিল। তবে এবার ইসরো নিজেই সেই ছবি প্রকাশ করে দেখাল প্রজ্ঞানের বিক্রমের পেট থেকে নেমে চাঁদের মাটিতে হেঁটে বেড়ানো।
সেই ছবি দেখার আগ্রহ যখন তুঙ্গে উঠছিল তখনই শুক্রবার ইসরো এই ভিডিও প্রকাশ্যে নিয়ে আসে। যা ল্যান্ডার বিক্রমের গায়ে লাগানো ক্যামেরায় স্পষ্ট উঠে এসেছে।
এ এক ঐতিহাসিক দৃশ্য। ভারতের রোভার চাঁদের মাটিতে হাঁটছে। যা কার্যত মনে করিয়ে দিয়েছে কিংবদন্তি মার্কিন গায়ক, নৃত্যশিল্পী, সুরকার মাইকেল জ্যাকসনের বিখ্যাত মুন ওয়াক।
১৯৮৮ সালে পপ সম্রাটের মুনওয়াকার নামে অ্যালবাম সাড়া জাগিয়েছিল। সেখানে মাইকেল যে বিশেষ ভঙ্গিতে মুন ওয়াক নাচটি করেছিলেন তা বিশ্বের সব প্রান্তের মানুষের বড় চেনা।
মাইকেলের সেই মুন ওয়াক এবার ভারতের প্রজ্ঞানে দেখতে পাচ্ছেন সকলে। ভারত এখন চাঁদে হাঁটছে বা মুন ওয়াক করছে। প্রজ্ঞান হেঁটে বেড়াচ্ছে চাঁদের দক্ষিণ মেরুতে। চাঁদের যে প্রান্তে আর কোনও দেশ পৌঁছতে পারেনি।