ব্রা দিয়ে মাস্ক তৈরি করে শিরোনামে কৌতুক অভিনেত্রী
কীভাবে ব্রাকে মাস্কে বদলে ফেলা সম্ভব তা তিনি ভিডিওতে দেখিয়েছেন

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে বাজারে মাস্ক মেলা দায় হয়েছে। সব দেশেরই কমবেশি এক অবস্থা। ফলে ঘরেই অনেকে মাস্ক তৈরির চেষ্টা করছেন। সেই রাস্তায় হাঁটলেন মার্কিন কৌতুক অভিনেত্রী চেলসি হ্যান্ডলার।
সোশ্যাল সাইটে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। যা দেখে হৈচৈ পড়ে গেছে। মাস্কের আকালের দিনে বাড়িতেই মাস্ক বানানোর জন্য তিনি হাতে তুলে নিয়েছেন নিজের একটি ব্রা। সেটাই আপাতত তাঁর মাস্ক।
কীভাবে ব্রাকে নিমেষে মাস্কে বদলে ফেলা সম্ভব তা তিনি ভিডিওতে দেখিয়েছেন। সামান্য সময়ের মধ্যে তিনি তাঁর বিস্কুট রংয়ের ব্রাকে মাস্ক করে মুখে পড়ে ফেলেছেন। আর দেখিয়েছেন বিষয়টি কতটা সহজ।
সেইসঙ্গে তিনি লিখেছেন, যেহেতু মাস্কের যোগান এখন কম, তাই বিষয়টা আপাতত নিজেদের হাতেই নিতে হবে। আর তার পরের লাইনে যা তিনি লিখেছেন তা আরও চমকপ্রদ। লিখেছেন তিনি যে পদ্ধতি দেখিয়েছেন তা পুরুষদের ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ এভাবে পুরুষরাও নিজের মাস্ক বানাতে পারেন!
মার্কিন মুলুকে করোনার কোপে চলছে মৃত্যু মিছিল। শেষ ২৪ ঘণ্টাতেও সেখানে প্রায় ২ হাজার মানুষের প্রাণ কেড়েছে করোনা। এরমধ্যেই মার্কিন অভিনেত্রীর এই ব্রা মাস্ক নিয়ে একগুচ্ছ কমেন্ট এসেছে।
মার্কিন সাংবাদিক মারিয়া শ্রিভার কিছুটা চ্যালেঞ্জের সুরেই চেলসিকে জানিয়েছেন এটা পড়ে কী তিনি আদৌ বাইরে বার হতে পারবেন? অবশ্য প্রশ্নের সঙ্গে উত্তরটাও মারিয়া দিয়ে দিয়েছেন। জানিয়েছেন চেলসি অবশ্য তাও পারেন! — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা