৮ জেলবন্দি দাবাড়ুর দিকে এখন তাকিয়ে গোটা দেশ
গারদের পিছনেই থাকে এরা। এমনই ৮ জনের মুখের দিকে তাকিয়ে আছে গোটা দেশ। দেশের সম্মান তারা কোন শিখরে পৌঁছে দিতে পারে আপাতত সেটাই দেখার।
বিশ্বজুড়ে স্বাধীন ও মুক্ত জীবন যাপনকারী আমজনতার পাশাপাশি এমনও কিছু মানুষ আছে যাদের অপরাধের সাজা ভোগ করতে হচ্ছে গারদের পিছনে। ভারতের বিভিন্ন কোণায় এমন অনেক জেল ছড়িয়ে আছে। সেখানে অপরাধীদের সংশোধনের কাজ করে জেল কর্তৃপক্ষ।
ভারতের এমনই বিভিন্ন জেলে বন্দিদের নানা খেলাধুলোর সঙ্গেও যুক্ত করা হয়। যার মধ্যে রয়েছে দাবাও। আর সেই দাবা খেলার সঙ্গে যুক্ত করতে গিয়ে দেখা গেছে এমন বেশ কয়েকজন জেলবন্দি রয়েছে যাদের মধ্যে দাবা প্রতিভা লুকিয়ে রয়েছে। দেশের মধ্যেই জেলবন্দিদের মধ্যে দাবা প্রতিযোগিতা হয়। যাতে সেরা হয় নৈনি সেন্ট্রাল জেল ও পুনে সেন্ট্রাল জেলের বন্দিরা।
পরে তাদের বেছে নিয়ে শুরু হয় আলাদা করে প্রশিক্ষণ দেওয়া। নৈনি জেলের বন্দিদের এই দাবা প্রশিক্ষণের দায়িত্ব দেওয়া হয় গ্র্যান্ডমাস্টার অভিজিৎ কুন্তেকে।
অভিজিৎ কুন্তে ৮ বন্দির মধ্যে থাকা দাবা প্রতিভাকে আরও শক্তিশালী ও পেশাদারি করে তুলতে সাহায্য করেন। তাঁর প্রশিক্ষণে এখন এই দাবাড়ুরা বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য প্রস্তুত।
বিশ্বজুড়ে জেলবন্দিদের দাবা প্রতিযোগিতার আসর বসতে চলেছে। যেখানে ৪২টি দেশের ৮৫টি টিম অংশ নিচ্ছে। বিশ্বমঞ্চে ভারতের হয়ে অংশ নিতে যাচ্ছে অভিজিৎ কুন্তের প্রশিক্ষণে প্রশিক্ষিত ৮ জন জেলবন্দি দাবাড়ু। প্রথমেই তারা মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও এশিয়ার কয়েকটি দেশের জেলবন্দিদের সঙ্গে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা