এ খেলা খেলতে গেলে শুধু বক্সিং জানলেই হবেনা, দাবা খেলাতেও তুখোড় হতে হবে
চেনা খেলার বাইরেও এমন অনেক খেলা রয়েছে যার প্রচলন বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছে। এমনই এক খেলায় কেবল বক্সিংয়ে দক্ষ হলেই হবেনা, দাবাতেও তুখোড় হতে হয়।
খেলা বললে পরিচিত খেলাগুলির কথাই মনে আসে। ফুটবল, ক্রিকেট, হকি, কুস্তি, বক্সিং, সাঁতার, দাবা এবং এমন অনেক খেলা রয়েছে যা সকলের চেনা। কিন্তু এমন অনেক খেলা রয়েছে যা বিশ্বের বিভিন্ন প্রান্তে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে।
তেমনই একটি খেলায় কেবল বক্সিংয়ে তুখোড় হলেই হয়না, জিততে গেলে দারুণ দাবাড়ুও হয়ে হয়। এ খেলায় ৩ মিনিট করে সময়। তাও হয় ৩ রাউন্ড।
একবার ৩ মিনিট দাবা দেখার সুযোগ পাবেন ২ প্রতিযোগী। তারপর ৩ মিনিট বক্সিং রিংয়ে বক্সিং লড়তে হবে তাঁদের। ৩ মিনিট হয়ে গেলে ফের দাবার বোর্ডে ৩ মিনিট বুদ্ধির লড়াই লড়বেন ২ জনে। এভাবেই এগোবে খেলা। অবশেষে এই ২ খেলার ফলের ওপর হবে জয় পরাজয়। ঠিক হবে কে জিতলেন কে হারলেন।
একাধারে দাবা এবং বক্সিং খেলতে হওয়া এবং ২টি খেলাতেই দক্ষ হতে হওয়া এই খেলাকে বলা হয় চেসবক্সিং। খেলাটির জন্ম হয়েছিল ফ্রান্সে। তারপর তা ছড়িয়ে পড়ে বিভিন্ন দেশে।
দাবার প্রাণকেন্দ্র বলে পরিচিত রাশিয়াতেও এই খেলার প্রচলন রয়েছে। তবে দাবা খেলার জন্ম যে দেশে সেই ভারতে এই খেলার প্রচার তেমন নেই।
ফলে এই খেলার প্রতি ঝোঁকও ভারতে দেখা যায়না। তবে খেলাটি কিন্তু একসঙ্গে এক ব্যক্তির বুদ্ধির ধার এবং পেশির জোর একসঙ্গে পরীক্ষা করে নেয়। ২টি থাকলে তবেই আসে জয়।