বিহারে শুরু হয়ে গেল ছট পুজো। ছট পুজোয় মহিলারা ৩৬ ঘণ্টা উপবাসে থাকেন। এটাই সনাতনি রীতি। তার আগে এদিন সকালে স্নান সারেন তাঁরা। এই বিশেষ স্নানকে বলা হয় নাহাই-খাই। এই স্নানের পর তৈরি হয় নিয়ম মেনে ভাত ও লাউ সিদ্ধ। এটাই এদিনের খাবার। ছট আসলে সূর্য পুজো। দীপাবলির ৬ দিন পর পালিত হয় ছট পুজো। ৪ দিনের এই পার্বণের শুরু হল এদিন থেকে।
ছট পুজোয় যাতে কোনও পুণ্যার্থীর কোনও সমস্যা না হয় সেদিকে নজর রাখতে সব জেলার জেলাশাসককে নির্দেশ পাঠিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী। যেহেতু নদীর জলে নেমে সূর্য পুজো করতে হয়, তাই সব পুণ্যার্থীর সুরক্ষার দিকে নজর রাখতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)