আগামী ১০ মে প্রকাশ পেতে চলেছে ভারতীয় শিশু থেকে কৈশোরের জনপ্রিয় চরিত্র ছোটা ভীমের নতুন সিনেমা ‘ছোটা ভীম কুং ফু ধামাকা’। থ্রিডি এই সিনেমা ছোটদের মন জয় করবে বলেই নিশ্চিত ছোটা ভীমের নানা কেরামতি প্রস্তুতকারী সংস্থা গ্রিন গোল্ড অ্যানিমেশন।
অ্যানিমেশন চরিত্র ছোটা ভীম ভারতীয় প্রেক্ষাপটে তৈরি হলেও তা ভারতের সীমা পার করে বিদেশেও জনপ্রিয় হয়েছে। প্রথমে কেবলমাত্র ছোট ছোট অ্যানিমেশন গল্পে সীমাবদ্ধ থাকলেও এর বাড়তে থাকা জনপ্রিয়তার কথা মাথায় রেখে তৈরি হতে থাকে ছোটা ভীমকে সামনে রেখে সিনেমা। সেই তালিকারই নবতম নাম ‘ছোটা ভীম কুং ফু ধামাকা’।
এই সিনেমা প্রকাশ হওয়ার আগেই অবশ্য প্রস্তুতকারী সংস্থা ধামাকা দিয়েছে। তারা এই সিনেমার ওপর ভিত্তি করেই একটি মোবাইল গেম নিয়ে এসেছে বাজারে। ছোটা ভীমকে নিয়ে মোবাইল গেম এই প্রথম। সেই মোবাইল গেমে যে খেলছে সে নিজেকে ছোটা ভীম হিসাবে পাবে। তাকে লড়তে হবে বাকিদের সঙ্গে। এভাবে লেভেল বাড়বে। তার সঙ্গে শক্ত ও চমকপ্রদ হবে গেমটি।
ছোটা ভীমকে যারা পছন্দ করে, অর্থাৎ দেশের কিশোর সমাজ, তাদের জন্য এই গেম একটা নতুন উপহারের মত সামনে এল বলে মনে করছেন প্রস্তুতকর্তারা। সিনেমার পাশাপাশি সিনেমাটিকে সামনে রেখে মোবাইল গেম আনন্দকে দ্বিগুণ করবে বলেই বিশ্বাসী তাঁরা।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)