ফের ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীকে টেনে হিঁচড়ে নামিয়ে দেওয়ার ঘটনা ঘটল। বৈধ টিকিট হাতে বিমানের জানালার সিটে বসে থাকা ওই এশীয়কে হিড় হিড় করে টেনে সিট থেকে তুলে এনে চ্যাংদোলা করে নিয়ে যান সুরক্ষাকর্মীরা। সেই ছবি এক যাত্রীর মোবাইলে বন্দি হওয়ার পর এখন তা ভাইরাল। এই ঘটনায় প্রবল সমালোচনার মুখেও পড়েছে ইউনাইটেড কর্তৃপক্ষ। শিকাগো থেকে লুইসভিলি যাচ্ছিলেন ওই চিকিৎসক। অভিযোগ বিমানটি তার নির্ধারিত আসনের চেয়েও বেশি টিকিট বিক্রি করেছিল। ফলে বিমানটি ওভারবুকড অবস্থায় চলে যায়। এই অবস্থায় ওই এশীয় চিকিৎসককে বিমানের সিট ছেড়ে নেমে যাওয়ার অনুরোধ করা হয়েছিল বলে দাবি করেছে ইউনাইটেড কর্তৃপক্ষ। কিন্তু ওই ব্যক্তি সাফ জানান তাঁকে এই বিমানে যেতেই হবে। কারণ সোমবার সকালেই তাঁকে একটা বিশেষ কাজে যোগ দিতে হবে। এরপরই সুরক্ষাকর্মীরা তাকে টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে বিমান থেকে নামিয়ে দেয়। এভাবে তাঁকে নিয়ে যাওয়ার তীব্র প্রতিবাদ করে চেঁচাতেও থাকেন ওই চিকিৎসক। কিন্তু সুরক্ষাকর্মীরা কোনও কথায় কান দেননি। অভিযোগ টানাটানিতে ওই চিকিৎসকের মুখও ফেটে যায়। যদিও সুরক্ষাকর্মীদের দাবি পড়ে গিয়ে মুখে আঘাত পান ওই চিকিৎসক যাত্রী। ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ইউনাইটেড এয়ারলাইন্স কর্তৃপক্ষ। পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে তারা।