World

শহর পাহারা দেবে পুলিশ ছাড়া পুলিশের গাড়ি

গাড়িতে পুলিশ থাকবেনা। তবে সে গাড়ি চষে বেড়াবে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত। নয়া উদ্যোগ নতুন দিশা দেখাচ্ছে ভবিষ্যতের বিশ্বকে।

শহরের আইনশৃঙ্খলা রক্ষা করতে থানা, পুলিশ পোস্টিং, পুলিশের নজরদারি চলতেই থাকে। গাড়ি নিয়ে টহলও চলে শহরের পথে। তবে সে টহলদার গাড়িতে বসে থাকেন পুলিশকর্মীরা। তাঁরা নজর রাখেন বিভিন্ন জায়গায়।

এই টহলদারি গাড়িতে পুলিশের প্রয়োজন এবার ফুরোতে চলেছে। ইতিমধ্যেই টহলদারির জন্য পুলিশের গাড়ি রাস্তায় নেমেছে। তবে তাতে কোনও পুলিশ নেই। একাই গাড়ি ঘুরে বেড়াচ্ছে শহরের অলিগলি। নজর রাখছে শান্তিশৃঙ্খলার দিকে।


চিনের কেলেমাই শহরে এমন ২০টি গাড়ি পথে নেমেছে। পুলিশের এই গাড়িগুলিতে কোনও চালক থাকছেন না। চালকবিহীন গাড়ি নিজেই ঘুরে বেড়াচ্ছে শহরে।

আপাতত এটা পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। তবে এই ডিজিটাল শহরে এটাই হবে পুলিশ টহলদারির একমাত্র মাধ্যম। গাড়িগুলির নকশাও নজরকাড়া। এগুলি তৈরিও হচ্ছে এই শহরেই।


চালকবিহীন গাড়ির ভাবনা নতুন নয়। তবে তা পুলিশের টহলদারিতে কাজে লাগানো অবশ্যই নতুন। এই গাড়িগুলির নামকরণ করা হয়েছে লিটল পেট্রোল।

পুলিশের নজরের বাইরে কিছুই নয়। এই বার্তা শহরবাসীর কাছে পৌঁছে দিতেই এই ২০টি গাড়ি এখন ঘুরছে শহরে। ফলে মানুষের উৎসাহ চরমে উঠেছে।

একটি গাড়ি নিজের মত ঘুরছে, তাতে কোনও চালক নেই, এটা সকলকে চমকিত করছে। সেইসঙ্গে ভয়ও পাচ্ছেন সকলে।

সকলের এখন ভয় যে তাঁরা কোথায় কি করছেন তার সবটাই এভাবে নজরদারির মধ্যে আনা হচ্ছে। এতে তাঁদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষিত হবে কিনা তা নিয়েও শঙ্কিত শহরবাসী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button