প্লেনে চড়া হল না শদুয়েক জ্যান্ত আরশোলার
স্ক্যানিংয়ে ব্যাগের ভিতর কালো রঙের বস্তুর নড়াচড়ার ছবি ধরা পড়ে। সন্দেহ হওয়ায় ওই দম্পতির ব্যাগ খুলে দেখেন বিমানবন্দরের কর্মীরা।

একটুর জন্য বিমান সফর থেকে বঞ্চিত হল ২০০টির মতো আরশোলা। এক্স-রে মেশিনের নজরদারিতে এ যাত্রায় তাদের বিমান সফরের সুযোগ গেল ফস্কে।
স্ত্রীর ত্বকের সমস্যা মেটাতে ব্যাগ ভর্তি আরশোলা নিয়ে চলতি বছরের নভেম্বর মাসে এক চিনা দম্পতি চিনের বাইউন বিমানবন্দরে উপস্থিত হন। নিয়মমাফিক ওই দম্পতির ব্যাগ এক্স-রে মেশিনে স্ক্যানিংয়ের জন্য রাখা হয়।
স্ক্যানিংয়ে ব্যাগের ভিতর কালো রঙের বস্তুর নড়াচড়ার ছবি ধরা পড়ে। সন্দেহ হওয়ায় ওই দম্পতির ব্যাগ খুলে দেখেন বিমানবন্দরের কর্মীরা।
ব্যাগ খুলে তো তাঁদের চোখ কপালে ওঠার জোগাড়। ব্যাগের ভিতরে প্লাস্টিকের মোড়কে ঘুরে বেড়াচ্ছে শয়ে শয়ে জীবন্ত আরশোলা। সঙ্গে সঙ্গে ওই দম্পতির ব্যাগ বাজেয়াপ্ত করা হয়।
জেরায় পুরুষ যাত্রী স্বীকার করেন স্ত্রীর ত্বকের সমস্যার জন্য আয়ুর্বেদিক চিকিৎসা চলছে। সেজন্যই এত আরশোলা সঙ্গে নেওয়া হয়েছে বলে দাবি করেন ওই দম্পতি। অবশ্য তাঁদের কাকুতিমিনতিতে চিঁড়ে ভেজেনি। শেষ অবধি ২০০ জন সঙ্গীকে ছেড়েই বিমান সফর করতে হয় ওই দম্পতিকে।