World

নদীর বুক জুড়ে কিসের আলপনা, ভোরের কিরণে চোখ জুড়োনো বিস্ময়

ভোরের সূর্যটা সবে তার কিরণ ছড়িয়ে দিয়েছে নদীর বুকে। আর সেই আলোয় নদীর বুক জুড়ে যা নজর কাড়ল তাতে চোখ জুড়িয়ে দিল এক বিস্ময়।

নদীর জলের ওপর ভোরের সূর্যের কিরণ এক অন্যই শোভা সৃষ্টি করে। যা চোখ জুড়িয়ে দেয়। মন ভাল করে। সোনালি আলো খেলা করে টলটলে জলের আলতো ঢেউতে।

কিন্তু সেই সুন্দরকেও ছাপিয়ে গেল নদীর বুকে ভোরের সূর্যের আলো। সেই আলোয় যা সকলের নজর কাড়ল তাতে যেমন চোখ জুড়িয়ে গেল, তেমনই বিস্ময়ে হতবাক হয়ে গেলেন তাঁরা।


এ আলপনা কে এঁকে দিলেন তাই বুঝে উঠতে পারছিলেননা কেউ। নদীর প্রায় এক পার থেকে অন্য পার পর্যন্ত জুড়ে সেই আলপনা আসলে বরফের ফুল!

বরফের আবার ফুল হয় নাকি? প্রশ্নটা উঠতেই পারে। তাই কিন্তু হয়। প্রবল ঠান্ডায় জল জমে বরফের ফুলের জন্ম হয়। যা জলের ওপর ফুটে থাকা অন্য ফুলের মতই সুন্দর দেখতে লাগে।


তেমনই এক বরফের ফুল মুগ্ধ করল সকলকে। চিনের সোংঘুয়া নদীর ওপর এপার থেকে ওপার পর্যন্ত প্রায় জুড়ে এক অপরূপ সুন্দর ফুট ফুটল। বরফের ফুল!

প্রকৃতি যে যেকোনও শিল্পীর ভাবনাকে হেলায় টেক্কা দিতে পারে তার এক উদাহরণ হয়ে গেল এই ফুল। যার ছবি এরিক সোলেম নামে এক ব্যক্তি ট্যুইট করার পর তা হুহু করে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। ভোরের প্রথম সূর্য কিরণে সেই নদীর বুক জুড়ে ছড়িয়ে থাকা নিখুঁত বরফের ফুল সৃষ্টি করল আর কেউ নয়, স্বয়ং প্রকৃতি।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button