বালিতে ছবি আঁকতে লাখ টাকা মাইনের চাকরি ছেড়ে দিলেন মহিলা
মাসে তাঁর মাইনেকে মোটা টাকা মাইনে বলা যেতেই পারে। স্বচ্ছন্দে জীবন কাটানোর জন্য যথেষ্ট। কিন্তু সেই চাকরি তিনি ছেড়ে দিলেন এক অন্য ইচ্ছাপূরণে।
চাকরি পাওয়াটাই এখন চ্যালেঞ্জ। সেখানে তিনি যে চাকরি করতেন সেখানে তাঁর মাসিক মাইনে ছিল ১ লক্ষ টাকার ওপর। কিন্তু তাতে অর্থের চাহিদা মিটলেও মনের চাহিদা কিছুতেই মিটছিল না। তাই মোটা টাকা মাইনের চাকরিটা তিনি এক কথায় ছেড়ে দিলেন।
কিন্তু কেন এমন সিদ্ধান্ত? ওই মহিলা জানিয়েছেন, তিনি মানুষের কাছে ভাল বার্তা পৌঁছে দিতে চান। মানুষের পাশে থাকতে চান। সে কাজ তাঁকে অবর্ণনীয় আনন্দ দেয়।
সেলস ম্যানেজারের চাকরি করে সেই আনন্দটা তিনি পাচ্ছিলেন না। সে কাজ ছেড়ে এখন তিনি সারাদিন অন্য এক কাজে নিজেকে নিয়োজিত করছেন। তিনি ছবি আঁকছেন। তবে ক্যানভাসে নয়, সমুদ্রের ধারের বালির ওপর।
বালি শিল্প ভারতেও বেশ কিছু জায়গায় যথেষ্ট জনপ্রিয়। এমনকি সমুদ্রের ধারে বেড়াতে গিয়ে নানা বয়সের মানুষই খেলার ছলে বালির ওপর কিছু এঁকে ফেলা বা কোনও বাড়িঘর তৈরিতে মেতে ওঠেন।
চিনের সানিয়া এলাকার বাসিন্দা ওই মহিলা বালির ওপর নানা ছবি এঁকে মানুষের কাছে ভাল বার্তা পৌঁছে দিতে চান। তিনি ছোট থেকেই ছবি আঁকতে ভালবাসেন। এমনকি ছবি এঁকে তা সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন অনেক সময়। কিন্তু তেমন সাড়া পাননি। তাই এবার বালির ওপর ছবি এঁকে নিজেকে মানুষের কাছে তুলে ধরতে চান তিনি।
স্থানীয় বিভিন্ন সংবাদপত্রে তাঁর এই চাকরি ছেড়ে বালির ওপর ছবি এঁকে জীবন কাটানোর সিদ্ধান্তের কাহিনি ছাপা হয়েছে। প্রসঙ্গত বালির ওপর ছবি আঁকার কৌশল নিয়ে আরও পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন ওই মহিলা।