লাল খামের অভিনন্দন বয়ে আনে নতুন বছরের অনেক আনন্দ
নতুন বছরকে স্বাগত জানাতে ও একে অপরকে অভিনন্দন জানাতে কতই না পথ বেছে নেন মানুষ। কোথাও আবার রয়েছে প্রাচীন প্রথা। তারই একটি লাল খাম।
একটি মামুলি লাল খাম। অথচ সেই লাল খামের চাহিদা নতুন বছর কাছে এলেই বেড়ে যায়। দোকানে তাই আগেভাগেই লাল খাম এনে জমা করেন বিক্রেতারা।
চাহিদা মেটাতে ও নিজেদের খাম বিক্রি করে ব্যবসা ভাল করতে মজুত হয় লাল খাম। কেনার হিড়িকও নেহাত কম হয়না। হুহু করে বিক্রি হতে থাকে লাল খাম।
নতুন বছরকে স্বাগত জানাতে, একে অপরকে অভিনন্দন জানাতে যেমন কিছু আধুনিক প্রচলিত নিয়ম রয়েছে, তেমনই বিভিন্ন জায়গায় রয়েছে প্রাচীন প্রথা। যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। যাকে আধুনিকতা আজও মুছে দিতে পারেনি।
চিনের এমনই এক প্রথা এই লাল খাম। নতুন বছরকে স্বাগত জানাতে ও ছোটদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে বড়রা বেছে নেন এই লাল খাম।
বড়রা ছোটদের হাতে তুলে দেন এই খাম। তবে খালি খাম নয়। খামে থাকে টাকা। যা নতুন বছরে বড়দের শুভেচ্ছা ও আশির্বাদে ধন্য। ছোটদের কাছে এটা এক বড় প্রাপ্তি।
বাবা বা ঠাকুরদার মত মানুষজন সন্তানদের এই খাম অবশ্যই তুলে দেন। এটা চিনের অনেক জায়গায় আজও মেনে চলা হয়। ফলে সেখানে নতুন বছর দরজায় কড়া নাড়া শুরু করলেই লাল খাম কেনার হিড়িক পড়ে যায়। এটাই সেখানকার সংস্কৃতির অঙ্গ হয়ে গেছে। যা আজও স্বমহিমায় বেঁচে আছে চিনের অনেক পরিবারে।