মহিলাদের নিষেধ, তাই ব্রা পরে সামনে আসছেন পুরুষরা
মহিলাদের নিষেধ রয়েছে। তাই পুরুষরাই ব্রা পরে সামনে আসছেন। শুধু ব্রা বলেই নয়, মহিলাদের নানা অন্তর্বাস পরেই পুরুষদের সামনে আসতে হচ্ছে।
এ যেন উলট পুরাণ। মহিলারা তাঁদের অন্তর্বাস পরে সামনে আসতে পারছেন না। ফলে পুরুষদের সামনে আসতে হচ্ছে। অবশ্যই মহিলাদের অন্তর্বাস পরে সকলের সামনে আসার কথাও নয়। কিন্তু মহিলাদের অন্তর্বাসের বিজ্ঞাপনে তো মহিলাদেরই দেখা যায়।
কিন্তু অনলাইনে মহিলাদের অন্তর্বাসের বিজ্ঞাপনে মহিলাদের মডেল হিসাবে ব্যবহার করা যাবেনা বলে জানিয়ে দিয়েছে চিন সরকার। অনলাইনে অন্তর্বাসের বিজ্ঞাপনে মহিলারা অন্তর্বাস পরে হাজির হলে তা সমাজে অশালীনতা ছড়াচ্ছে বলে মনে করছে সরকার। ফলে সরকারি নিষেধাজ্ঞার পর মহিলাদের মডেল হিসাবে ব্যবহার বন্ধ হয়েছে।
এদিকে তাদের অন্তর্বাসের বিজ্ঞাপন বন্ধ হলে মুনাফায় ঘাটতি হবে বলে মনে করছে মহিলা অন্তর্বাস প্রস্তুতকারক সংস্থাগুলি। ফলে তারা অন্য রাস্তা খুঁজে বার করেছে।
নিষেধ তো মহিলাদের ক্ষেত্রে। পুরুষদের ক্ষেত্রে তো নয়। তাই সংস্থাগুলি মহিলাদের অন্তর্বাসের অনলাইন প্রচারে পুরুষ মডেলদের ব্যবহার করা শুরু করেছে।
পুরুষ মডেলদেরই ব্রা পরে বিজ্ঞাপনে সামনে আসতে হচ্ছে। পরতে হচ্ছে গায়ের সঙ্গে লেপ্টে থাকা করসেট এবং এমন নানা মহিলা অন্তর্বাস। এভাবেই আপাতত প্রচারে জোর দিচ্ছে সংস্থাগুলি। এতে সরকারি নিষেধাজ্ঞা পালনও হল, আবার প্রচারও হল।
এদিকে এমন উদ্যোগ, বিশেষত পুরুষদের এভাবে নারীর অন্তর্বাস পরে সামনে আসা স্বভাবতই নজর কেড়েছে। সারা বিশ্বের নজর কেড়েছে এই উদ্যোগ। ফলে বিশ্বের তাবড় সংবাদমাধ্যমে তা নিয়ে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।