মনের মানুষ দূরে থাকলেও চুমু খেতে সমস্যা নেই, তৈরি হল যন্ত্র
২ জনের দুজনকে চুম্বন করতে মুখোমুখি হতে হবে এমন কোনও প্রয়োজন আর রইল না। তৈরি হল চুম্বনের যন্ত্র। যা দিয়ে একে অপরকে চুম্বন করা যাবে।
দুনিয়া ক্রমশ ভার্চুয়াল হয়ে পড়ছে। ২ জন মানুষের একান্ত ব্যক্তিগত চুম্বনও এবার মোবাইল ও যন্ত্র দিয়ে হয়ে যাচ্ছে। এজন্য তাঁদের একে অপরের কাছে থাকার প্রয়োজন পড়ছে না। ঠোঁটে ঠোঁট স্পর্শ করানোরও দরকার পড়ছে না।
চিনের একটি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র মিলে এমন এক মেশিন আবিষ্কার করেছেন যা দিয়ে ২ জন মানুষ একে অপরের থেকে অনেক দূরে থেকেও একে অপরকে চুম্বন করতে পারবেন।
মেশিনটি মোবাইল অ্যাপ দ্বারা নিয়ন্ত্রিত হবে। মেশিনটি ২ জনের কাছেই থাকতে হবে। অ্যাপ দ্বারা ২ প্রান্তে তাঁরা সক্রিয় হবেন। তারপর নিজেদের সঙ্গে থাকা যন্ত্রের ঠোঁটের মত অংশে ঠোঁট রাখলে ও চুম্বন করলে অন্য প্রান্তে থাকা যন্ত্র বুঝতে পারবে কতটা চাপ এবং উষ্ণতা রয়েছে সেই চুম্বনে।
সেটাই অন্য প্রান্তে থাকা মানুষটির হাতে থাকা যন্ত্রে থাকা কৃত্রিম ঠোঁটে প্রকাশ পাবে। যা সেই প্রান্তের মানুষটিকে অপর প্রান্তে থাকা মানুষটির চুম্বনের স্পর্শ দেবে। ঠিক যেভাবে ওই প্রান্তে মেশিনে চুম্বন করা হয়েছিল ঠিক সেভাবেই তা পৌঁছে যাবে এই প্রান্তের মানুষটির ঠোঁটে।
যন্ত্রটির ইতিমধ্যেই পেটেন্ট নিয়ে ফেলেছেন ওই ছাত্ররা। মূলত প্রেমিক প্রেমিকাদের কথা বলা হলেও এই চুম্বনের মেশিন সকলের ক্ষেত্রেই প্রযোজ্য।
যাঁরা একে অপরের থেকে দূরে থাকেন তাঁদের এই স্পর্শ হয়তো অন্য অনুভূতি দিতে পারে। যন্ত্রটি নিয়ে বিশ্বজুড়েই চর্চা শুরু হয়েছে।