প্রকৃতির অনন্য দান, চোখ জুড়িয়ে যাবে এই পাহাড়ের সামনে গেলে
দেখে যে কারও মনে হতে পারে যে এটা রঙ দিয়ে সাজানো অথবা কোনও আঁকা ছবি। কিন্তু এ পাহাড় বাস্তবেই রয়েছে। যার সামনে গেলে চোখ ফেরানো মুশকিল।
প্রকৃতির রূপ যে কোনও মানুষের কল্পনার চেয়েও সুন্দর হতে পারে। রঙের বাহার সেখানে বাধ মানে না। খেলার ছলে প্রকৃতির ক্যানভাসে যে রং মেতে ওঠে তার কাছে শিল্পীর রং তুলিও ফিকে হয়ে যায়। যেমন এই রঙিন পাহাড়ের সারি।
যার বুক জুড়ে রামধনুর রং আপন খেয়ালে ছড়িয়ে পড়ে। যার সামনে গিয়ে দাঁড়ালে চোখ ফেরানো মুশকিল হয়। রূপের ছটায় চোখ যায় ধাঁদিয়ে।
এ পাহাড়ের সারি দেখলে মনে হবে যেন কেউ রং দিয়ে সাজিয়ে দিয়েছে এই সারি সারি পাহাড়কে। কিন্তু এ রং কারও সাজানো নয়।
কারও এমন সুন্দর সাজে সাজানোর ক্ষমতাও হয়তো নেই। এ রং সেজেছিল প্রায় আড়াই কোটি বছর আগে। যা আজও ঝলমল করে।
পাহাড়ের সারির গায়ে এমন রংয়ের খেলার বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। স্যান্ডস্টোনের সঙ্গে বিভিন্ন ধরনের খনিজের মিশ্রণে এমন ফেটে পড়া রং তৈরি হয়েছে। আলাদা মিশ্রণে তৈরি হয়েছে আলাদা রং।
আর এমন নানা রং মিলেমিশে তৈরি হয়েছে সারি সারি পাহাড়ের গায়ে রঙিন খেলা। চিনের ঝাংগি ডাংজিয়া-য় যে জিওলজিক্যাল পার্ক রয়েছে সেখানে সারি সারি পাহাড় জুড়ে এমনই রঙিন এক স্বপ্নের পৃথিবী তৈরি করেছে প্রকৃতি।
যা দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হাজির হন। এই জায়গার অন্যতম পর্যটন আকর্ষণই হল এই রামধনু পাহাড়। মানুষ চোখ জুড়িয়ে উপভোগ করেন প্রকৃতির এই অবাক উপহার।