যে কোনও কাটা ছেঁড়া ঠিক করে দেবে একটা পেন, যার কালিতেই ম্যাজিক
পেন দিয়ে লেখা হয়। পেন দিয়ে যে কাটা ছেঁড়াও ঠিক হয় তা এবার দেখিয়ে দিলেন বিজ্ঞানীরা। এবার এক ম্যাজিক পেন তৈরি করলেন তাঁরা।
পেন কথাটা শুনলেই লেখার কথা মনে পড়ে। কারণ পেন মানেই তো লেখা। কিন্তু পেন মানে যে অন্য কিছুও হতে পারে, তাও আবার যে কোনও কাটা ছেঁড়ার চিকিৎসা তা কে জানত! এবার কিন্তু সেটাই হল।
পেন দিয়ে কাটা ছেঁড়া সারানোর পথ দেখালেন বিজ্ঞানীরা। কীভাবে? মানুষের যখন কেটে বা ছড়ে যায়, সে যত বড় বা ছোট কাটাই হোক না কেন, দেহের রোগ প্রতিরোধকারী শক্তি সেখানে দ্রুত কাজ শুরু করে। আর কাটা অংশের মেরামতির কাজ শুরু করে শরীরের কনস্ট্রাকশন ক্রিউ।
এই কনস্ট্রাকশন ক্রিউ ছিঁড়ে যাওয়া শিরা উপশিরা সারানোর কাজ শুরু করে। কাটার পর যেসব উপায় অবলম্বন করা হয় তা এই কনস্ট্রাকশন ক্রিউকে তার কাজ দ্রুত করতে সাহায্য করে মাত্র। কাটা অংশ সারাতে পারেনা। যেমন অ্যান্টিবায়োটিক খাওয়া হয় যাতে কাটা অংশে সংক্রমণ না হয়। ব্যান্ডেজ বা স্টিচ করা হয় যাতে রক্তপাত বেশি না হয়।
এবার দেহের এই কনস্ট্রাকশন ক্রিউ-র কাজ আরও সহজ করতে চিনের নানজিং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা একটি থ্রিডি প্রিন্টিং পেন আবিষ্কার করেছেন। যা দিয়ে একটি জেল জাতীয় কালি বার হয়ে কাটা অংশে ছড়িয়ে পড়ে।
এই জেল জাতীয় কালি কাটা অংশে লাগার ৩ মিনিটের মধ্যে সেখানে একটি আস্তরণ পড়ে যায়। এটি টিস্যু মেরামতির কাজ দ্রুত করতে থাকে।
কাটা যত বড়ই হোক, বিজ্ঞানীদের দাবি তাঁদের এই বিশেষ পেন ও তার হাইড্রোজেল কালি ১২ দিনের মধ্যে কাটা অংশ সম্পূর্ণ সারিয়ে ফেলতে পারবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা