করোনা এল কোথা থেকে, প্রশ্নের উত্তরকে শক্তিশালী করল প্রথম ৩ আক্রান্তের পরিচয়
করোনা গোটা দুনিয়াকে তালগোল পাকিয়ে দিয়েছিল। সেই করোনার প্রথম ৩ আক্রান্ত কারা ছিলেন? সামনে আসা রিপোর্ট চমকে দিল বিশ্ববাসীকে।
করোনা ছড়াল কোথা থেকে? চিনের ল্যাবরেটরি থেকে করোনার জীবাণু লিক করে বলে দাবি করা হয়। আবার বলা হয় চিনেরই মাছের বাজার থেকে ছড়ায় করোনা।
কারও মতে বাদুড় মানবদেহে ছড়িয়ে দিয়েছিল করোনা। আবার এমনও দাবি করা হয় যে চিনের বাইরেই প্রথম করোনার জন্ম। কোন তত্ত্বটি সঠিক তা নিয়ে এখনও নিশ্চিত করে কিছু মান্যতা পায়নি।
তবে একটি রিপোর্ট এদের মধ্যে একটি তত্ত্বকে আরও শক্তিশালী করল। সাবস্ট্যাক নিউজলেটার পাবলিক অ্যান্ড ব়্যাকেট নামে একটি সংস্থার গবেষণায় একটি বিষয় সামনে এসেছে।
এর আগেই এটা বলা হচ্ছিল যে চিনের উহান শহরের ভাইরোলজি ল্যাবে কর্মরত ৩ জন বিজ্ঞানী প্রথম করোনায় আক্রান্ত হন। সেটাই শুরু। তারপর সেই করোনা বিশ্বের কোটি কোটি মানুষকে সংক্রমিত করে। বহু মানুষের মৃত্যু হয়।
অনেকে এখনও করোনার ধাক্কা সামলে উঠতে পারেননি। কিন্তু করোনায় প্রথম ৩ জন আক্রান্ত ছিলেন বেন হু, পিং ইউ এবং ইয়ান ঝু। এই ৩ চিনা বিজ্ঞানী উহানের ল্যাবে কাজ করার সময় করনায় আক্রান্ত হন।
এই বিষয়টি রিপোর্টে সামনে আসার পর চিনের ল্যাব থেকেই যে করোনা ছড়িয়ে পড়েছিল সেই সংক্রান্ত দাবি আরও শক্তিশালী হয়েছে।
যদিও এই দাবিকে আগেই নস্যাৎ করেছে চিন। কিন্তু আমেরিকা করোনা তুঙ্গে থাকার সময় থেকেই দাবি করে আসছিল চিনের ল্যাব থেকেই করোনা ছড়িয়েছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা