ঘরে ইঁদুরের উৎপাত বেড়ে গেলে কেউ বিষ খাইয়ে তাদের নির্মূল করে। কেউবা তাদের পিটিয়ে মারে। আবার কেউ ফাঁদ পেতে ইঁদুর ধরে তাদের বিদায় করে। ইঁদুরের উৎপাত থেকে বাঁচতে তাকে মদ খাইয়ে জ্যান্ত জ্বালিয়ে মারার কাজ কেউ করেন না। ইঁদুর চোরকে উচিত শাস্তি দিতে এমন নৃশংসতার পথ বেছে নিলেন চিনের শি নামে এক যুবক। ইঁদুরটির অপরাধ ছিল সে খিদের জ্বালায় শিয়ের পাউরুটি খেয়ে নিত। ইঁদুরের সেই দুঃসাহস মানতে পারেননি শি। মনের রাগ মেটাতে তাই তিনি বেছে নেন প্রতিহিংসা চরিতার্থ করার বিকৃত পথ।
চিনের ইউনান প্রদেশের মাগুয়ান অঞ্চলের বাসিন্দা শি কয়েকদিন তক্কে তক্কে থাকার পর পাউরুটি চোরকে ধরে ফেলেন। এরপর ইঁদুরটির চার পা জালের সঙ্গে শক্ত করে বেঁধে ফেলেন তিনি। যাতে সে কোনওমতে পালাতে না পারে। এরপর ইঁদুরটিকে জোর করে মদ খাইয়ে দেন শি। তখন প্রাণ বাঁচাতে রীতিমত ছটফট করছে ইঁদুরটি।
ইঁদুরটির সামনে পাউরুটির টুকরো রেখে তাকে ভেংচি কাটতে থাকেন শি। এরপর তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় পুড়ে মরার জন্য। ইঁদুরদাহের পুরো বিষয়টি আবার ভিডিও রেকর্ড করে রাখেন ওই ব্যক্তি। পরে সোশ্যাল মিডিয়ায় তাঁর সেই ইঁদুর নিধনের ছবিসহ ভিডিও পোস্ট করেন শি।