চিনের প্রাচীর ভেঙে দিল ২ জন, অপূরণীয় ক্ষতির জন্য সাফাইও দিল
চিনের প্রাচীর বিশ্বের অন্যতম দ্রষ্টব্য একটি ঐতিহাসিক স্থাপত্য। যা আজও দাঁড়িয়ে আছে শক্তপোক্ত হয়ে। সেই চিনের প্রাচীরেই ফুটো করে দিল ২ জন।
চিনের অন্যতম পর্যটন আকর্ষণ চিনের প্রাচীর। এমন এক প্রাচীর যা পৃথিবীতে আর তৈরি হয়নি। বিভিন্ন রাজবংশের সময়ে তা তৈরি হয়েছে। ২১ হাজার ১৯৬ কিলোমিটার লম্বা এই প্রাচীর তৈরি শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব ৫ শতকে। আর তা তৈরি করা চলতেই থাকে ১৬ শতাব্দী পর্যন্ত।
সেই চিনের প্রাচীরে কিছুটা হাঁটতে, চিনের প্রাচীরে পা রাখার, সেখান থেকে চারধার দেখার সুযোগ অনেক পর্যটকই হাতছাড়া করতে চান না। এর রক্ষণাবেক্ষণও করে চলেছে চিন সরকার। তবে সকলের অলক্ষ্যে সেই চিনের বিশ্বখ্যাত প্রাচীরেই ফুটো করে দিল ১ যুবক ও ১ প্রৌঢ়া।
প্রাচীর যে যন্ত্র দিয়ে তারা ভেঙে ফুটো করে সেই যন্ত্র সহ তাদের ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। চিনের একাধিক সংবাদমাধ্যমে এই খবর প্রকাশের পর এও জানানো হয়েছে যে এমনভাবে প্রাচীর ভাঙা হয়েছে যে তা পুরনো অবস্থায় ফেরানো প্রায় অসম্ভব। এতটাই বড় ক্ষতি চিনের প্রাচীরের হয়ে গেল।
কেন এমন কাজ তারা করল তা ওই ২ অভিযুক্তকে জিজ্ঞাসা করা হলে তারা দাবি করেছে চিনের প্রাচীর থাকায় সাংজি এলাকার ওই ৩২ নম্বর চিনের প্রাচীরের দেওয়ালের এপারে ওপারে নির্মাণ কাজ চালানো মুশকিল হচ্ছিল।
যন্ত্রপাতি প্রাচীরের এপার থেকে ওপারে নিয়ে যেতে অনেক পথ ঘুরে আসতে হচ্ছিল। তাই তারা চিনের প্রাচীরেই ফুটো করে যন্ত্রপাতি নিয়ে যাওয়ার রাস্তা বানিয়ে নিয়েছে।
হয়তো ওই ২ জন বুঝতেও পারল না তারা কেবল সহজে যন্ত্র নিয়ে যাওয়া আসার জন্য বিশ্বের এক অন্যতম গর্বের চিরন্তন ক্ষতি করে দিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা