চাঁদের মাটি জ্বালানির প্রয়োজনও মিটিয়ে দিতে পারে, দাবি গবেষকদের
চাঁদের মাটি যে এ কাজেও লাগতে পারে তা বোধহয় ভাবেননি বিজ্ঞানীরা। তবে সেই চাঁদের মাটি পরীক্ষা করে জানা যাচ্ছে তা জ্বালানির সমস্যা মিটিয়ে দিতে পারে।
চাঁদে পৌঁছে গেছে ভারত। চাঁদের মাটির নানা উপাদানের কথা ইসরোকে জানিয়েছে ভারতের রোভার প্রজ্ঞান। চাঁদের মাটি সম্বন্ধে অবশ্য এর আগেও নানা তথ্য পাওয়া গিয়েছে। আমেরিকা, রাশিয়া ও চিনের পাঠানো যান নানা তথ্য পাঠিয়েছে।
চিনের যান চাঁদের মাটি নিয়ে ফিরে আসার পর তা পরীক্ষা করে চিনের নানজিং বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানান, চাঁদের মাটি দিয়ে জ্বালানিও তৈরি হতে পারে।
কীভাবে মাটি দিয়ে জ্বালানি তৈরি হতে পারে? বিজ্ঞানীরা বলছেন, চাঁদের মাটিতে আয়রন এবং টাইটানিয়াম প্রচুর পরিমাণে রয়েছে। এই উপাদানগুলি সূর্যের আলো পেলে অনুঘটকের কাজ করবে। যা থেকে তৈরি হবে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড।
কার্বন ডাই অক্সাইডের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় তৈরি হবে মিথেন। আর এই মিথেন নামে হাইড্রোকার্বন জ্বালানি হিসাবে ব্যবহার হতেই পারে। এভাবে চাঁদের মাটি দিয়ে জ্বালানি তৈরি হতেই পারে। যা জ্বালানি সমস্যা অনেকটাই মেটাতে পারে।
অবশ্যই চাঁদ থেকে মাটি এনে জ্বালানি সমস্যা মেটানোর কথা এখন ভাবছেন না বিজ্ঞানীরা। তবে চাঁদের মাটি দিয়ে যে জ্বালানি তৈরি সম্ভব এ বিষয়টি এক নতুন দিক খুলে দিয়েছে।
এখন যত দিন যাচ্ছে মানুষের মহাকাশে আনাগোনা বাড়ছে। এমনকি মানুষ এখন চাঁদে বসতি তৈরির কথাও ভাবনাচিন্তার মধ্যে রেখেছে। সেক্ষেত্রে জ্বালানির প্রয়োজন এভাবে সহজেই মিটতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।