প্রকৃতির অদ্ভুত খেলা, রেড বিচ-এ যতদূর দেখা যায় শুধু লাল আর লাল
নাম রেড বিচ। অপরূপ এক জায়গা। যেখানকার লাল রংয়ের অপার সম্ভার চোখ জুড়িয়ে দেয়। এমন লাল বিচ পৃথিবীর আর কোথাও নেই।
চারধারে শুধু লাল আর লাল। চারদিক লালে ভেসে যাচ্ছে। প্রকৃতি যেন এখানে অকৃপণ হাতে লাল রং ঢেলে দিয়েছে। প্যালেটের সব লালটুকু ঢেলে তৈরি হয়েছে এক অপরূপ ক্যানভাস। যার দিকে একবার চেয়ে থাকলে আর চোখ ফেরানো যায়না। এর নাম রেড বিচ।
মূলত সমুদ্রের জোয়ারের জল এখানে এই জলাভূমির সৃষ্টি করেছে। যা বহুদূর পর্যন্ত বিস্তৃত। বছরের নানা সময় এখানে পর্যটকের ভিড় জমে। সবচেয়ে বেশি ভিড় হয় সেপ্টেম্বর, অক্টোবর মাসে।
সে সময় লাল যেন আরও লাল হয়ে ওঠে। তবে লালের দেখা বছরের অন্য সময়ও দিব্যি পাওয়া যায়। বিজ্ঞানীরা বলছেন এই অপার দিগন্তবিস্তৃত লাল রং তৈরি হয় সুয়েডা সালসা গাছের জন্য। এর লাল রং পুরো এলাকা লাল করে রাখে। মাঝে মাঝে বয়ে যায় নানা নদীর মত জল।
বলা হয় এ জমিতে ক্ষারের পরিমাণ বেশি। আর এই সুয়েডা সালসা গাছ পৃথিবীর গুটিকয়েক সেই গাছের তালিকায় পড়ে যারা ক্ষার জাতীয় মাটিতে দিব্যি বড় হয়ে ওঠে।
এই রেড বিচ কিন্তু শুধুই তার এই অনন্ত লালের জন্য বিখ্যাত নয়। এখানে প্রচুর ধরনের পাখির দেখা মেলে। এখানে পৌঁছলেই কানে বাজে পাখির কলতান। কিছু চেনা। কিছু অচেনা। তবে কত যে রংয়ের পাখি এখানে ওড়ে তা গুনে শেষ করার নয়।
ইকো ট্যুরিজমের এক প্রকৃত উদাহরণ হল এই রেড বিচ। চিনের পানজিন নামে জায়গায় রয়েছে এই রেড বিচ। পৃথিবীর আর কোথাও এমন রেড বিচের দেখা মেলেনা। তাই বহু বিদেশি পর্যটকও ছুটে আসেন এখানে এই লালে চোখ জুড়িয়ে জীবন সার্থক করতে।