এগুলো পাহাড়, দেখে মনে হবে খাড়াই স্তম্ভ, বিশ্বে একটিমাত্র জায়গায় এর দেখা মেলে
পাহাড় কেমন দেখতে হয় তা সকলের জানা। তাই এগুলোকে পাহাড় বললে অনেকেই মেনে নিতে চাইবেন না। কিন্তু এগুলোও আর পাঁচটা পাহাড়ের মতই পাহাড়।
পাহাড় মানেই এক সুউচ্চ প্রস্তরস্তূপ। যার মাথায় রয়েছে চূড়া। তারপর চারধার ধরে ক্রমশ ঢালু হয়ে নেমে এসেছে সমতলে। পৃথিবীর যে প্রান্তেই যাওয়া যায় পাহাড় এমনই। কিছুক্ষেত্রে মালভূমির মত হয়ে এক বিশাল এলাকা ধরে ওঠে পাহাড়। কিন্তু কোনও স্থাপত্যে ব্যবহার হওয়া স্তম্ভের মত পাহাড় কেউ দেখেছেন কি?
দেখেছেন কিছু মানুষ। কারণ বিশ্বের একটি জায়গায় এমন পাহাড় দেখতে পাওয়া যায়, যাকে দেখে মনে হতেই পারে পাথরের বিশাল উঁচু উঁচু সব স্তম্ভ। তবে পাহাড় নয়।
কিন্তু বাস্তব হল সেগুলো পাহাড়ই। এক জঙ্গলাকীর্ণ স্থানে এমন অগুন্তি পাহাড় রয়েছে একই জায়গা জুড়ে। যেখানে যেদিকেই তাকানো যায়, স্তম্ভের মত পাহাড় একে অপরের থেকে সামান্য দূরে দূরে দাঁড়িয়ে আছে।
চিনের হুনান প্রদেশের ঝাংঝিয়াজি নামে একটি জায়গা রয়েছে যেখানে অবাক করে দেওয়া এমন পাহাড় সারি দিয়ে ছড়িয়ে আছে। এমনও যে পাহাড় হতে পারে তা এখানে না গেলে, নিজে চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন।
এই পাহাড়ের আসল রূপ কিন্তু সবচেয়ে সুন্দর করে ধরা দেয় আকাশ থেকে। অর্থাৎ হেলিকপ্টার থেকে বা আরও অনেক উঁচু কোনও স্থান থেকে নিচের দিকে চেয়ে এই পাহাড়সারি দেখলে যে কোনও মানুষ চোখ ফেরাতে পারবেননা।
এই পাহাড়গুলি যেখানে অবস্থিত সেখানটা বড়ই দুর্গম। তাই প্রতিটি পাহাড়ের কাছে গিয়ে গিয়ে দেখাটা একটু শক্ত। তাই উপর থেকে এ দৃশ্য সবচেয়ে সুন্দর করে ধরা পড়ে চোখে।