ছিল পাইপ লিক করা জল, হয়ে গেল তুষারের ঝর্না। না এ কোনও ভানুমতীর খেল নয়। বরং প্রকৃতি-ইঞ্জিনিয়ারের তৈরি অসাধারণ স্থাপত্যশৈলী বলা যেতে পারে। চিনের একটি পাঁচতলা বাড়ির গা থেকে জমাটবাঁধা বরফের ঝর্না দেখে তাজ্জব স্থানীয় বাসিন্দারাও।
চিনের লিয়াওনিং প্রদেশের আনশান অঞ্চলের ঐ পরিত্যক্ত বাড়ির ঝুলবারান্দা থেকে গত অক্টোবর মাস থেকে অঝোরে জল পড়ে যাচ্ছিল বলে জানা গেছে। যা রীতিমত বিরক্তির কারণ হয়ে উঠেছিল আশপাশের বাসিন্দাদের কাছে। কিন্তু শীত পরতেই বদলে গেল ছবিটা। রাতারাতি আলাদিনের আশ্চর্য প্রদীপের দৈত্যের ছোঁয়ায় যেন জলের ঝর্না হয়ে গেল শ্বেতশুভ্র তুষার প্রপাত। ১০ মিটার লম্বা সেই ঝর্না অবশ্য স্থির।
অপূর্ব প্রাকৃতিক সেই স্থাপত্য নিয়ে আপাতত ব্যাপক উন্মাদনা ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। বরফের চাদরে মানুষের ছবি তোলার হিড়িক দেখার মত। সোশ্যাল মিডিয়ায় সেই প্রাকৃতিক ঝর্নার ছবি প্রকাশ্যে আসতেই এতদিন অবহেলা পেয়ে আসা বাড়িটি পর্যটকদের কাছে রীতিমত দর্শনীয় স্থান হয়ে উঠেছে।