এ বিয়ে ভুলতে পারবেননা অতিথিরা, সব সুবিধা সহ পকেট ভরল মোটা টাকায়
এমন এক বিয়েতে অতিথি হওয়াও যেন স্বপ্ন। বিয়েতে আসার খরচ তো হলই না, বরং এসেছেন বলে হাতে পেলেন মোটা টাকা।
বিয়েবাড়িতে নিমন্ত্রণ তো সকলেই পেয়েছেন। সেজেগুজে উপহার হাতে হাজিরও হয়েছেন। খাওয়াদাওয়া সেরে ফের বাড়ি। সব বিয়েবাড়ির কথা মনেও থাকেনা। কিন্তু এ এমন এক বিয়েবাড়ি যেখানে অতিথিরা কোনওদিন এই অভিজ্ঞতার কথা ভুলতে পারবেননা।
৫ দিনের জন্য তাঁদের এই বিয়েতে নিমন্ত্রণ ছিল। যাঁরা আশপাশে ছিলেন তাঁরা বাদে যাঁরা এসেছেন তাঁদের বিমানে করে নিয়ে আসা হয় বিয়েতে। প্রত্যেক অতিথির জন্য থাকার ব্যবস্থা হয় পাঁচতারা হোটেলে।
হোটেল থেকে বেরিয়ে যে বিয়ের অনুষ্ঠানস্থলে হাজির হবেন, তারজন্য সারি দিয়ে দাঁড়িয়েছিল রোলস-রয়েস বা বেন্টলে-র মত বিলাসবহুল গাড়ি। যাতে চড়ে অতিথিরা বিয়ের অনুষ্ঠানে হাজির হন।
অনুষ্ঠানস্থল তো চোখ ধাঁধানো ছিলই। যেমন ছিল অপরূপ সাজে সাজানো, তেমনই ছিল এলাহি খাবারের বন্দোবস্ত। এমন সাজ যে চোখ সরানো মুশকিল।
চিনে হওয়া এই বিয়ে কার্যত ইন্টারনেটে ঝড় তুলেছে। দানা চ্যাং নামে এক ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এই বিয়ের ছবি সোশ্যাল সাইটে তুলে ধরতেই তা মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।
এ বিয়েতে আসা অতিথিদের পকেট থেকে একটাকাও খরচ তো হয়ইনি, বরং বিয়েতে আগত অতিথিদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় একটি করে লাল প্যাকেট যাতে ৮০০ ডলার করে রাখা ছিল। ভারতীয় মুদ্রায় যা ৬৬ হাজার টাকার আশপাশে।
এমনকি বিয়ের শেষে সকলে যাতে বাড়ি ফিরতে পারেন সেজন্য বিমানের টিকিটও কেটে দেওয়া হয় বরবধূর পরিবারের তরফ থেকে। অনেকে মজা করে এই পরিবারকে চিনের আম্বানি বলে সম্বোধন করছেন।