World

একের পর এক স্কুল বন্ধ হচ্ছে দেশজুড়ে, কারণ শুনলে চোখ কপালে উঠবে

এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে স্কুল। শিক্ষক নিয়োগ তো তলানিতে এসে ঠেকেছে। বরং শিক্ষকরা চাকরি হারাচ্ছেন। এসবের কারণ শুনলে অনেকের চোখ কপালে উঠবে।

স্কুল হল শিক্ষার ভিত। যার উপর দাঁড়িয়ে মানুষ জীবনে চলার পথ বেছে নেন। সেই ছাত্রছাত্রীদের জীবনের অবশ্য অধ্যায় স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। একটা দুটো নয়, একের পর এক স্কুল বন্ধ হচ্ছে দেশজুড়ে। না ভারত নয়, এই পরিস্থিতি তৈরি হয়েছে চিনে।

সেখানে স্কুল বন্ধ হয়ে যাওয়ার হিড়িক পড়েছে। অকারণে যে স্কুল বন্ধ হচ্ছে তা নয়। এমনকি যে সব স্কুল খোলা রয়েছে সেখানে শিক্ষক নিয়োগ তলানিতে এসে ঠেকেছে। শিক্ষক নিয়োগ হচ্ছেনা। অনেক স্কুলে শিক্ষক কমিয়ে দেওয়া হচ্ছে।


কেন এমন পরিস্থিতি? এর কারণ লুকিয়ে আছে সন্তান প্রসবে। চিনে উল্লেখযোগ্যভাবে কমেছে জন্মহার। সন্তান প্রায় হচ্ছেই না। ২০২০ সালের পর থেকে পরিস্থিতি চরম আকার নিয়েছে। ক্রমে জন্ম কমায় শিশুর সংখ্যাও কমছে।

শিশুর সংখ্যা কমায় এত স্কুলের দরকার পড়ছে না। কারণ ভর্তি হওয়ার জন্য শিশুই তো নেই। দেশের জন্মহার তলানিতে ঠেকার সরাসরি প্রভাব পড়েছে স্কুলগুলিতে।


সেখানে ছাত্র ভর্তি না হওয়ায় বা অনেকটাই কমে যাওয়ায় সেখানে শিক্ষকের প্রয়োজন কমছে। অনেক প্রদেশে স্কুল কমিয়ে দেওয়া হচ্ছে। অনেক স্কুলেই ১০০ জনও ছাত্রছাত্রী নেই। সেসব স্কুল এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে।

চিনের স্কুলে শিক্ষক নিয়োগ বন্ধ, শিক্ষক ছাঁটাই এবং স্কুল বন্ধ হয়ে যাওয়া সংক্রান্ত একটি রিপোর্ট সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিশ্বজুড়েই এ নিয়ে চর্চা শুরু হয়েছে। অন্য অনেক সংবাদমাধ্যমেও খবরটি ছড়িয়ে পড়তে সময় নেয়নি।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button