World

এ জঙ্গলে গাছ প্রায় নেই, বন্যপ্রাণিও নেই, বিশ্বে একটিই আছে এমন জঙ্গল

জঙ্গল বললেই চোখের সামনে ভেসে ওঠে অগুন্তি গাছে ভরা এক বিস্তীর্ণ বনভূমি। যেখানে অনেক প্রাণিও থাকে। কিন্তু এই ২টির কোনওটিই নেই এই জঙ্গলে।

পৃথিবীতে আশ্চর্যের শেষ নেই। যেমন এই জঙ্গল। যে জঙ্গলে গাছ প্রায় নেই। থাকলেও ছোট ছোট কিছু গাছ। যা পাথরের ওপর ইতিউতি জেগে আছে। নেই কোনও বন্যপ্রাণিও। তবু এ এক বিশাল জঙ্গল।

জঙ্গল বললেই যা সামনে ভেসে ওঠে তা হল প্রচুর বিশাল বিশাল গাছে ভরা এক বিস্তীর্ণ ভূভাগ। যা বহু বহু দূর পর্যন্ত ছড়িয়ে থাকে। সে জঙ্গলে বড় বড় গাছ যেমন গুনে শেষ করা যায়না, তেমন এমন অনেক ছোট গাছ থাকে যার শেষ নেই।


আর থাকে নানাধরনের বন্যপ্রাণি। জঙ্গল বললে মানুষ সেটা বুঝলেও পৃথিবীতে এমন একটি জঙ্গল আছে যেখানে গাছ নেই। আছে লম্বা লম্বা পাথর।

গাছের মতই লম্বা সে পাথরগুলি। জঙ্গলে যেমন গায়ে গায়ে গাছের সারি থাকে, তেমনই এখানে গাছের বদলে রয়েছে পাথরের লম্বা লম্বা সারি। যা ১ লক্ষ একর এলাকা জুড়ে ছড়িয়ে আছে।


গায়ে গায়ে এমন গাছের মত লাইমস্টোনের অসংখ্য পাথরে ভরা এই এলাকাকেও জঙ্গল হিসাবেই ব্যাখ্যা করা হয়। এর নাম স্টোন ফরেস্ট বা পাথরের জঙ্গল।

প্রায় একইরকম দেখতে এই পাথরের সারিতে ভরা জঙ্গলটি অবস্থিত চিনের ইউনান প্রদেশে। পৃথিবীর একমাত্র জঙ্গল যেখানে গাছ নেই আছে পাথরের জঙ্গল।

এই পাথরগুলির গায়ে গায়ে কিছু ছোট ছোট গাছের দেখা মেলে। তাই পৃথিবীতে অনেক জঙ্গল থাকলেও এই লাইমস্টোনের জঙ্গল দেখতে বহু পর্যটক ভিড় জমান এখানে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button