ঝাঁ চকচকে সেলুনে চুল কাটা বন্ধ করে দিল একটা গরু
বেশ চলছিল সেলুনের কাজকর্ম। অনেকের চুল কাটার কাজ চলছিল। সাজানো দামি সেলুনে সকলেই তখন ব্যস্ত। কিন্তু সেসব বন্ধ করে দিল একটা গরু।
সেলুন নানারকম হয়। এ সেলুনটি ছোট হতে পারে কিন্তু বেশ সুসজ্জিত। চুল, দাড়ি সাফ করার জন্য নানা যন্ত্রপাতিও রয়েছে। সেলুনটি যে জনপ্রিয় তাও পরিস্কার সেখানে আসা মানুষের সংখ্যা থেকে।
সেলুন তখন কাজকর্মে ব্যস্ত। কারও হাতে সময় নেই। এই ব্যস্ত সেলুনই নিমেষে স্তব্ধ হয়ে গেল। স্তব্ধ করে দিল একটা গরু। ব্যস্ত সেলুনটিতে একটি গরু আচমকা কাচের দরজা ঠেলে ঢুকে পড়ে। তারপর হন্তদন্ত হয়ে আরও ভিতরে প্রবেশ করে।
চুল কাটা ফেলে তখন আতঙ্কে চেঁচামেচি জুড়ে দিয়েছেন ক্ষৌরকর্মী থেকে ক্রেতারা। কে কোথায় পালাবেন পথ পাচ্ছেন না। অপরিসর সেলুনে ওই বিশাল চেহারার গরু ঢুকে পড়ায় তাকে এড়িয়ে বাইরে পালানোও একটা চ্যালেঞ্জ।
সেই অবস্থাতেই অনেকে ছুটে বার হয়ে যান সেলুন থেকে। এদিকে গরু সেলুনের শেষ প্রান্তে পৌঁছে দেওয়ালে ধাক্কা খেয়ে আয়নার সামনে আসে। সেখানে নিজের প্রতিচ্ছবি দেখে হয়তো কিছুটা হতবাকও হয়ে যায়। অন্য গরু বলে ভ্রম হয় তার।
পরে ওই গরুটিকে ফের পাকড়াও করা হয়। ফের পাকড়াও বলার কারণ ওটিকে পাকড়াও করেই একটি গাড়িতে তোলা হয়েছিল। তাতেই গরুর রাগ হয়। সে সেখান থেকে পালায়। তারপর গলার স্বর চড়িয়ে সে হন্তদন্ত হয়ে ঘুরছিল ওই এলাকায়।
অবশেষে সেলুন দেখে ঢুকে পড়ে। ঘটনাটি ঘটেছে চিনের হেনান প্রদেশের নানিয়াঙ নামে জায়গায়। নিজের গরু সামলাতে না পারার জন্য ওই গরুটির মালিকের মোটা টাকা জরিমানা হয়েছে।