SciTech

আশ্চর্য বিজ্ঞান, সন্তানের জন্ম দিল ২ পুরুষ

পৃথিবীতে যেকোনও প্রাণির বংশপরম্পরা নির্ভর করে তার স্ত্রী ও পুরুষের ওপর। ২ বাবা মিলেও সন্তানের জন্ম দিতে পারে এমন আশ্চর্য এবার বাস্তবে ঘটল।

বিজ্ঞান তার গবেষণা থামায় না। বিজ্ঞানের অগ্রগতির নানা উপহার চিরকালই মানুষকে অবাক করে চলে। এমনই আরও এক চমকে চমকিত গোটা বিশ্ব। ২ বাবা মিলেও যে সন্তানের জন্ম দিতে পারে তা এবার বাস্তবে করে দেখালেন বিজ্ঞানীরা।

২ পুরুষ ইঁদুর জন্ম দিল তাদের ইঁদুর সন্তানের। ২ স্ত্রী ইঁদুর মিলে এক ইঁদুর সন্তানের যে জন্ম দিতে পারে তা ২ দশক আগেই প্রমাণ করেছিলেন বিজ্ঞানীরা। কিন্তু ২ পুরুষ ইঁদুরও যে তা করতে পারে তা এতদিনে সফল করে দেখালেন তাঁরা।

সাউথ চায়না মর্নিং পোস্ট-এ প্রকাশিত এই সংবাদ কার্যত গোটা বিশ্বের মাথা ঘুরিয়ে দিয়েছে। চিনের গবেষকেরা ২ পুরুষ ইঁদুরের থেকে একটি সন্তান জন্মানো সম্ভব তা প্রমাণ করে দিয়েছেন।

তাঁদের এই সাফল্য কার্যত রিপ্রোডাকটিভ বায়োলজি-র ক্ষেত্রে এক যুগান্ত তৈরি করল। রাস্তা দেখাল স্ত্রী গর্ভ এবং স্ত্রী পুরুষ মিলন ছাড়াও কোনও প্রাণির জন্ম হতে পারে।


২ পুরুষ ইঁদুরের দেহ থেকে সন্তান প্রসবের প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে তাকে বিশেষ পদ্ধতির মধ্যে দিয়ে এক জীবনকে পৃথিবীর আলো দেখাতে পেরেছেন গবেষকেরা।

প্রসঙ্গত পৃথিবীতে এমন কয়েকটি প্রাণি আছে যারা মিলন ছাড়াই সন্তান জন্ম দিতে পারে। তবে ২ পুরুষ মিলেও যে সন্তানকে পৃথিবীর আলো দেখাতে পারে, তা ২ ইঁদুরের ওপর গবেষণা প্রমাণ করে দিল।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button