
চিনের রাজধানী বেজিংয়ের বাদালিং অভয়ারণ্য। এখানে মানুষ নিজের গাড়ি নিয়েই সাফারি উপভোগ করতে পারেন। রয়েছে গাড়ি চলাচলের জন্য পিচ ঢালা রাস্তাও। কিন্তু ঢোকার সময় অভয়ারণ্য কর্তৃপক্ষের তরফে পইপই করে বারণ করা হয় কেউ যেন ভুলেও গাড়ি থেকে না নামেন। কিন্তু গাড়ির মধ্যে ঝগড়া এমন জায়গায় পৌঁছেছিল যে সেসব সতর্কতা ভুলে গিয়েছিলেন এক মহিলা। রাগে অভয়ারণ্যের মধ্যেই গাড়ি দাঁড় করিয়ে নেমে উল্টো দিকে চড়তে যান তিনি। কিন্তু উল্টোদিকে গাড়ির দরজা খুলে ঢোকার আগেই আচমকা তড়িৎ গতিতে সেখানে হাজির হয় একটি বাঘ। মহিলাকে গাড়িতে ওঠার আগেই টেনে জঙ্গলের দিকে নিয়ে যায় সে। ওই মহিলাকে বাঁচাতে গাড়িতে থাকা অন্য এক মহিলা এগিয়ে এলে তাঁকে অন্য একটি বাঘ আক্রমণ করে। বন দফতরের কর্মীরা দ্রুত ব্যবস্থা নিলে প্রথম মহিলা বেঁচে যান। কিন্তু দ্বিতীয় মহিলাকে বাঁচানো যায়নি। এই ঘটনার পর আপাতত অভয়ারণ্য বন্ধ রাখা হয়েছে।