World

২০ ঘণ্টা টানা খেলে নড়াচড়ার ক্ষমতা হারালেন যুবক

খেলাধুলো করা স্বাস্থ্যের পক্ষে ভাল। তবে তা নেশায় পরিণত হলে হয়ে যেতে পারে বড়সড় সর্বনাশ। পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারে খেলোয়াড়ের শরীরের অংশ। সে কথাই প্রমাণ করলেন ১ যুবক।

বসার আসন ছেড়ে নড়লেই সর্বনাশ। খেলায় গো হারান হেরে যাবেন তিনি। এই ভয়ে ঘণ্টার পর ঘণ্টা ভিডিও গেম খেলছিলেন ওই যুবক। চিনের ঝেজিয়াং প্রদেশে তাঁর বাড়ি। বাড়ির কাছে এক সাইবার ক্যাফেতে বসে ভিডিও গেমে ডুবে দিয়েছিলেন ওই যুবক। খেলায় এমন আসক্তি যে কখন গোটা ১টা দিন পেরিয়ে গেছে, খেয়াল করেননি তিনি। নাওয়া-খাওয়া ভুলে ২ হাতে গেমিং ডিভাইস ধরে খেলাতেই মগ্ন হয়েছিলেন ওই যুবক। এইভাবে পার হয়ে যায় ২০টা ঘণ্টা। একসময় টয়লেট করতে আসন ছেড়ে উঠতে যান ওই যুবক। কিন্তু কিছুতেই আসন ছেড়ে কোমর তুলতে পারেননি তিনি। ক্যাফেতেও লোকজন ছিল না সাহায্য পাওয়ার মত। যে যার কাজ মিটিয়ে ততক্ষণে বাড়ির দিকে রওনা দিয়েছেন।


ফ্যাসাদে পড়ে মুহুর্তে মুখ শুকিয়ে যায় যুবকের। তিনি বুঝতে পারেন, তাঁর শরীরের নিচের অংশ অবশ হয়ে গেছে। ভয় পেয়ে বন্ধুদের ফোনে সমস্যার কথা জানান যুবক। ডাকা হয় অ্যাম্বুলেন্স। স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় যুবককে। একটানা বসে ভিডিও গেম খেলেই যুবকের এই অবস্থা। সাফ জানিয়ে দেন চিকিৎসকেরা।

তবে এত বড় ক্ষতির পরেও খেলার আসক্তি কাটাতে পারেননি ওই যুবক। হাসপাতালে যাওয়ার আগে বন্ধুদের কাছে একটাই আবেদন ছিল তাঁর, বন্ধুরা যেন তাঁর অসমাপ্ত খেলা সম্পূর্ণ করে দেয়। খেলায় যেন কিছুতেই হারতে না হয় ওই যুবককে! শরীরের নিচের অংশে সাড়া নেই। তারপরেও খেলার প্রতি এমন ‘অস্বাভাবিক’ আসক্তি! অবাক বনে যান যুবকের বন্ধু ও বাকিরা।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button