World

কর্মীদের টয়লেটের জন্য ধার্য মাত্র ২ মিনিট, সংস্থার ফতোয়ায় সমালোচনার ঝড়

কর্মীদের জন্য টয়লেটের সময় বেঁধে দিল একটি সংস্থা। দিনের সব সময় যাওয়াও যাবেনা টয়লেটে। নিয়ম ভাঙলে জরিমানাও হবে কর্মীদের।

কোনও সংস্থায় কাজ করতে গেলে সে সংস্থার নিয়ম মেনে চলতে হয়। অফিসে কর্মরতদের জন্য সংস্থা তার মত করে নিয়মও তৈরি করে। যা কাজের সময় মেনে চলতে হয় কর্মীদের।

এমন একটি সংস্থা এমন নিয়ম জারি করেছে তার সংস্থায় কর্মরতদের জন্য যে তা রীতিমত চর্চার কেন্দ্র হয়ে উঠেছে। সংস্থার কর্মীরা টয়লেট কখন এবং কতক্ষণ ব্যবহার করতে পারবেন তা স্থির করে দিয়েছে সংস্থা।


সেখানে যে কোনও কর্মী প্রয়োজনে টয়লেট যেতে পারবেন নির্দিষ্ট সময়ে। তবে সর্বোচ্চ ২ মিনিটের জন্য। এই ২ মিনিটের মধ্যে তাঁকে টয়লেটে গিয়ে, ফের টয়লেট থেকে ফিরে আসতে হবে। তার মধ্যেই প্রকৃতির ডাকে সাড়া দিতে হবে। সময় কিন্তু ওই ২ মিনিট। সেটাও যখন তখন চাইলেই যাওয়া যাবেনা।

ওই সংস্থা সাফ জানিয়ে দিয়েছে সকাল ৮টার আগে, তারপর সকাল সাড়ে ১০টা থেকে ১০ মিনিটের মধ্যে। তারপর দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টার মধ্যে। তারমধ্যে না গেলে ফের সুযোগ বিকেল সাড়ে ৩টে থেকে ১০ মিনিট এবং সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে।


কিন্তু অনেক কর্মীর শারীরিক সমস্যা থাকতে পারে। তাঁকে বেঁধে দেওয়া সময়ের বাইরেও টয়লেটে যেতে হতে পারে। তাঁদের এইচআর বিভাগের কাছে লিখিতভাবে আবেদন করতে হবে। কারণ জানাতে হবে।

এইচআর বিভাগ তাঁকে অনুমতি দিলে কেবল তাঁর ক্ষেত্রে নিয়ম শিথিল হবে। এর বাইরে সকলের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে মাত্র ২ মিনিট ধার্য। টয়লেটে কে কতক্ষণ যাচ্ছেন তা নজরে রাখবে সংস্থা। ২ মিনিট পার হলেই চিনা মুদ্রায় ১০০ ইউয়ান জরিমানা দিতে হবে কর্মীকে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১ হাজার ২০০ টাকা।

চিনের ওই সংস্থা দাবি করেছে সংস্থার কর্মীদের মধ্যে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা পালন করার জন্য এই নিয়ম করেছে তারা। যদিও ২ মিনিটের সামান্য সময়ে টয়লেটের এই নিয়ম প্রবল সমালোচনার মুখে পড়েছে।

চিনা সংস্থার এই নিয়মের কথা সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিশ্বের বিভিন্ন সংবাদে জায়গা করে নেয় এই আজব নিয়ম।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button