SciTech

আঙুল আর চেটোর অসামান্য বোঝাপড়া, কে বলবে এটা মানুষের হাত নয়

না বলে দিলে কেবল হাত দেখে কেউ বলতে পারবেননা ওটা মানুষের হাত নয়। এক যুগান্তকারী আবিষ্কার হয়ে গেল। এই প্রথম এমনটা সম্ভব হল।

হাতের আঙুল, হাতের তালু কেমন হয় তা তো সব মানুষেরই জানা। এই নমনীয় অঙ্গগুলি নিজেদের মধ্যে সর্বদা বোঝাপড়া রেখে চলে। যে কোনও বস্তুকে বোঝা, তা ধরার জন্য এই ২ অঙ্গের তালমিল জরুরি। সেটাই এতদিন করে ওঠা সম্ভব হচ্ছিল না।

কিছুটা করা গেলেও হুবহু মানুষের মত কার্যকরি হাতের আঙুল ও তালু বানানো সম্ভব হচ্ছিল না। চেষ্টা চলছিল। কারণ এটা করতে পারলে রোবোটিক্স বিজ্ঞান অনেকটাই সাফল্যের দিকে এগিয়ে যেতে পারত।


কম্পিউটারের এই নব্য প্রজন্ম রোবোটিক্স ক্রমশ একটি যন্ত্রের মধ্যে মানবিক চেতনা, গুণ, ক্ষমতা যুক্ত করার চেষ্টা করে চলেছে। এবার মানুষের হাতের মতই আঙুল ও তালু বানিয়ে ফেলে কার্যত বিশ্বকে এই প্রচেষ্টায় অনেকটাই এগিয়ে দিল চিন।

China
চিনের তৈরি কৃত্রিম হাত, ছবি – আইএএনএস

গবেষকেরা যে নরম মানুষের মত হাতের তালু ও আঙুল বানিয়েছেন তা মানুষের মতই কাজে সক্ষম। ২টির মধ্যে বোঝাপড়া মানুষের হাতের মতই। আলাদা করে প্রতিটি বস্তুকে বুঝতে পারে এই কৃত্রিম হাতের তালু ও আঙুল।


কোনও জিনিসকে কেমন করে ধরতে হবে, কতটা জোর প্রয়োগ করতে হবে, সেটাও আঙুলগুলির কাছে পরিস্কার। রোবোটিক্সের জন্য এই আবিষ্কারকে এক যুগান্তকারী আবিষ্কার বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।

সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এই মানুষের মত হাতের তালু ও আঙুল বানানোর পর এটাও জানাচ্ছেন যে এগুলি যথেষ্ট সংবেদনশীল এবং এদের নিয়ন্ত্রণ ক্ষমতা একদম মানুষের মত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button