গায়ে বড় দুর্গন্ধ, বিমানে ২ মহিলার গন্ধবিচার সামলাতে গিয়ে কামড় খেলেন বিমানকর্মী
বিমান তখনও ওড়েনি। এমন সময় এক মহিলা যাত্রী তাঁর পাশে বসা মহিলা যাত্রীর গায়ের দুর্গন্ধ নিয়ে অভিযোগ করেন। পাল্টা আসে অভিযোগ। শুরু হয় এক কাণ্ড।

বিমান যাত্রা শুরুর বেশ কিছুক্ষণ আগেই যাত্রীরা বিমানে উঠে যে যাঁর সিটে বসে পড়েন। এক্ষেত্রেও সেটাই হয়েছিল। ২ মহিলা পাশাপাশি বসেছিলেন। এমন সময় এক মহিলা পাশে বসা মহিলার গায়ে দুর্গন্ধ বলে অভিযোগ করে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন।
যাঁর গায়ে দুর্গন্ধ বলে অভিযোগ উঠেছিল সেই মহিলাও ছেড়ে দেওয়ার পাত্র নন। তিনি পাল্টা জানান যিনি অভিযোগ করছেন তিনি এত চড়া গন্ধের সুগন্ধি মেখে উঠেছেন যে তাঁর পাশে বসা যাচ্ছেনা।
২ মহিলার মধ্যে তর্কাতর্কি বেঁধে যায়। এরপর ক্রমে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। ছুটে আসেন বিমানকর্মীরা। ২ জনকে ছাড়াতে বিমানকর্মীরা হিমসিম খেয়ে যান।
২ মহিলাকে ছাড়াতে যাওয়া এক বিমানকর্মীর হাতে কামড়েও দেন এক মহিলা। অবশেষে তাঁদের শান্ত করতে না পেরে বিমানকর্মীরা পুলিশে খবর দেন। সুরক্ষার কথা বিবেচনা করে বাকি যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয়। পুলিশ এসে ২ মহিলাকেই আটক করে।
এমন কাণ্ডে যাত্রীরাও হতচকিত হয়ে পড়েন। এদিকে অনেকে এসব কারণে তাঁদের দেরি হয়ে যাচ্ছে বলে অভিযোগও করেন। সত্যিই অনেকটা দেরি হয় বিমান ছাড়তে। এসব সমস্যা মিটিয়ে বিমান ঘণ্টা ২ পরে গন্তব্যের দিকে যাত্রা শুরু করে।
ঘটনাটি ঘটেছে চিনের সেনঝেনে। ঘটনাটি সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট-এ প্রকাশিত হওয়ার পর বিশ্বের বিভিন্ন সংবাদপত্রে ছড়িয়ে পড়তে সময় নেয়নি।