চিনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের বার্ষিক বৈঠক। তার আগে সাংবাদিক সম্মেলন। সেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত একগুচ্ছ সাংবাদিক। টিভি মিডিয়া থেকে সংবাদপত্র, সকলেরই প্রতিনিধি সেখানে হাজির। এই সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন আমেরিকান মাল্টিমিডিয়া টেলিভিশনের প্রতিনিধি ঝাং হুইজান। চিনের সরকারি সংবাদমাধ্যম সিসিটিভি-র সঙ্গে টাইআপ রয়েছে আমেরিকান মাল্টিমিডিয়া টেলিভিশনের। ঝাং প্রশ্ন শুরু করে চিনা সরকারের প্রশংসা করতে শুরু করেন। প্রশ্ন দীর্ঘ হতে থাকে। সকলেই অবাক। এ তো প্রশ্ন শেষ হওয়ার নামই নিচ্ছেনা! উত্তরও এতবড় হয়না, যত বড় প্রশ্ন হচ্ছে! বিরক্ত সকলেই হচ্ছিলেন। কিন্তু ঝাংয়ের পাশে দাঁড়ানো আর এক মহিলা সাংবাদিক লিয়াং জিয়াংগি বিরক্ত ছিলেন প্রশ্নের দৈর্ঘ্য নিয়ে।
৪০ সেকেন্ড পরও যখন প্রশ্ন থামল না তখন তিনি বিরক্তি মুখে না প্রকাশ করে অদ্ভুতভাবে চোখ ঘুরিয়ে প্রকাশ করলেন। আর সেই চোখ ঘোরানোর ছবি মুহুর্তে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে চিনের ইন্টারনেট জগতে। চিনের বোধহয় কেউ বাকি নেই, যিনি এই ছবি দেখেননি।