কোনও সমস্যা নেই। কোনও অঘটন নেই। নিশ্চিন্তেই দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাঝে শান্ত জলে আছড়ে পড়ল চিনের স্পেস স্টেশন ‘তিয়াংগং-১’ এর ভগ্নাবশেষ। বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে সেই খবর প্রকাশিত হয়েছে। ৮ টন ওজনের গবেষণাগারটি ফের পৃথিবীতে ফিরে এসে কোথায় আছড়ে পড়বে, কী অঘটন ঘটাবে, তা নিয়ে চিন্তায় ছিলেন বিজ্ঞানীরা। তবে তেমন কিছু হয়নি। বরং সুবিশাল গবেষণাগারটি প্রশান্ত মহাসাগরের জলে ঝাঁপ দেওয়ার আগেই ভেঙে টুকরো হয়ে গিয়েছিল।
২৬ হাজার কিলোমিটার বেগে ছুটে আসা ‘তিয়াংগং-১’ পৃথিবীর বায়ুমণ্ডলের ধাক্কা খেতেই টুকরো হতে শুরু করে। ফলে প্রশান্ত মহাসাগরে পৌঁছনোর আগেই তার অনেকটা ধ্বংস হয়ে যায়। ২০১১ সালে পাঠানো চিনের এই গবেষণাগারটি ২০১৬ সালে তার কাজ বন্ধ করে দিয়েছিল।