
তাদের ব্যাঙ্কের প্রায় ৬ লক্ষ ডেবিট কার্ড গ্রাহকের কার্ড ব্লক করে দিল স্টেট ব্যাঙ্ক। ইতিমধ্যেই কয়েকজন গ্রাহকের এটিএম কার্ড বদলে দেওয়া হয়েছে। চিনে নকল ডেবিট কার্ড বানিয়ে ম্যালওয়ার সফটওয়্যার ব্যবহার করে তা দিয়ে ভারতের বেশ কিছু ব্যাঙ্কের গ্রাহকদের যাবতীয় তথ্য বার করে নেওয়ার অভিযোগ সামনে আসার পরই দ্রুত সুরক্ষামূলক পদক্ষেপ নেয় স্টেট ব্যাঙ্ক।
চিনে বসে এই সফটওয়্যারের সাহায্যে সহজেই গ্রাহকদের যাবতীয় তথ্য হাতে পাচ্ছে চিনা হ্যাকাররা। এসব তথ্য হাতে থাকলে সেখানে বসেই কারও অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়া শক্ত কিছু নয়। ফলে গ্রাহক স্বার্থে ভারতের ব্যাঙ্কগুলি কোনও ঝুঁকি নিতে চাইছে না। স্টেট ব্যাঙ্ক ছাড়াও, চিনা জালিয়াতদের শিকার হয়ে থাকতে পারে এইচডিএফসি, ইয়েস, অ্যাক্সিস ও আইসিআইসিআই-এর ব্যাঙ্কের অ্যাকাউন্টগুলি।